চা শ্রমিকদের দৈনিক মজুরি ৬০০ টাকা নির্ধারণ, পূর্ণাঙ্গ রেশন, শিক্ষা, চিকিৎসা, ভূমিসহ মৌলিক মানবাধিকার নিশ্চিত করার ১১ দফা দাবিতে সিলেটে চা শ্রমিক কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ জুলাই) সিলেট নগরীর দরগাগেইটে অবস্থিত শহীদ সুলেমান হলে এই কনভেনশনের আয়োজন করে চা শ্রমিক ঐক্য কেন্দ্রীয় কমিটি।
কনভেনশন উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে চা শ্রমিকরা প্ল্যাকার্ড হাতে মিছিল সহকারে শহীদ সুলেমান হলে এসে জড়ো হন। পরে নেতৃবৃন্দের উপস্থিতিতে সেখান থেকে একটি বড় মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ করে আবারও হলে এসে শেষ হয়। এরপর শুরু হয় মূল আলোচনা পর্ব। কনভেনশনটি সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অজিত রায় এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক বচন কালোয়ার। আলোচনায় অংশ নেন এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন (সাবেক সভাপতি, সিলেট জেলা আইনজীবী সমিতি), মাসুদ রানা (সমন্বয়ক, কেন্দ্রীয় নির্বাহী ফোরাম, বাসদ মার্কসবাদী), মানস নন্দী (সভাপতি, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন), সজল ছত্রীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা ২০২৩ সালে প্রণীত চা শ্রমিকদের নিয়ে প্রকাশিত গেজেটকে শ্রমিক স্বার্থবিরোধী আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানান। তারা বলেন, চা বাগানের জমি দখল ও বিভিন্ন প্রকল্পের (যেমন রিসোর্ট, টি-ট্যুরিজম, রাবার বাগান) মাধ্যমে চা শিল্পকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। বক্তারা সরকারি উদ্যোগে বন্ধ বা রুগ্ন চা বাগান চালুর আহ্বান জানান এবং শ্রমিকদের ভূমির অধিকার, অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণ, চা পাতার ওজনে প্রতারণা বন্ধ, টিকা পাতায় দ্বিগুণ মজুরি ও প্রভিডেন্ট ফান্ডের দুর্নীতি বন্ধের দাবি তুলে ধরেন।