ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পথ পরিস্কার করেছে আপিল বিভাগ। হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করা রায়ে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বলা হয়েছে, ৯ সেপ্টেম্বর নির্ধারিত ডাকসু নির্বাচন কোনো বাধার মুখে পড়বে না।
এছাড়া, শিবির সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদের অংশগ্রহণে কোনো আইনগত বাধা নেই।
রায়ের বিষয়টি প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ বুধবার বেলা ১১টার পর শুনানি শেষে ঘোষণা করে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২