রাজধানীর কুড়িলে প্রায় চার ঘণ্টা সড়ক অবরোধের পর স্বাভাবিক হয়েছে যান চলাচল। বকেয়া বেতন-ভাতা পরিশোধের আশ্বাস পেয়ে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল পৌনে চারটার দিকে অবরোধ প্রত্যাহার করেন ইউরোজোন ফ্যাশনস গার্মেন্টসের শ্রমিকরা।
এর আগে বেলা ১২টার দিকে প্রায় হাজারো শ্রমিক কুড়িল এলাকায় অবস্থান নিয়ে উভয় লেনের যান চলাচল বন্ধ করে দেন। এতে কুড়িল থেকে বাড্ডাগামী এবং বাড্ডা থেকে কুড়িলমুখী সড়ক সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীরা এতে চরম ভোগান্তিতে পড়েন।
গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার জিয়াউর রহমান জানান, শ্রমিকদের প্রতিনিধি দল দুপুরে মন্ত্রণালয়ে বৈঠক করে। সরকারের মধ্যস্থতায় মালিকপক্ষ আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে সব বকেয়া বেতন-ভাতা পরিশোধের প্রতিশ্রুতি দেয়। আশ্বাস পাওয়ার পর শ্রমিকরা সড়ক ছেড়ে যান।
এ বিষয়ে গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী কমিশনার শফিকুর রহমান বলেন, গার্মেন্টসটি বন্ধ হওয়ার পথে রয়েছে। মালিকপক্ষ ধাপে ধাপে বকেয়া পরিশোধের প্রস্তাব দিলেও শ্রমিকরা তা মেনে নেননি। ফলে বিক্ষুব্ধ হয়ে তারা আজ সড়ক অবরোধে নামেন।
বর্তমানে কুড়িলে যান চলাচল স্বাভাবিক রয়েছে।