তিনি আরও জানান, ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১০ কোটি আফগানি বরাদ্দ দেওয়া হয়েছে। একই সঙ্গে একটি বিশেষ কমিটি গঠন করে উদ্ধার, চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম শুরু করা হয়েছে।
মুজাহিদ দেশের বিত্তবান ব্যক্তি ও দাতব্য সংস্থাগুলোকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, সব ধরনের সহায়তা যেন সরকারি কমিটির মাধ্যমে প্রদান করা হয়।