আফগানিস্তানে ভূমিকম্পে ভয়াবহ ক্ষতি, সহায়তায় এগিয়ে আসার আহ্বান!

আপলোড সময় : ০১-০৯-২০২৫ ১১:৩২:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৯-২০২৫ ১১:৩২:১৮ অপরাহ্ন
আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে কুনার, নানগরহার, লাগমান ও নুরিস্তান প্রদেশে শতাধিক মানুষ নিহত এবং হাজারো মানুষ আহত হয়েছেন। রাজধানী কাবুলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র মাওলানা জবীহুল্লাহ মুজাহিদ নিহতদের জন্য জান্নাতের দোয়া এবং আহতদের দ্রুত আরোগ্যের কামনা জানান।
 
তিনি আরও জানান, ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১০ কোটি আফগানি বরাদ্দ দেওয়া হয়েছে। একই সঙ্গে একটি বিশেষ কমিটি গঠন করে উদ্ধার, চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম শুরু করা হয়েছে।
 
মুজাহিদ দেশের বিত্তবান ব্যক্তি ও দাতব্য সংস্থাগুলোকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, সব ধরনের সহায়তা যেন সরকারি কমিটির মাধ্যমে প্রদান করা হয়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]