ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১৬ই জানুয়ারি) দুপুরে নগরীর কাজীরদেউড়ি এলাকায় একটি সমাবেশের আয়োজন করা হয়।
নির্মম এই হত্যাকাণ্ডের পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও বিচার কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি না থাকায় জনমনে তীব্র ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে। অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে দোষীদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা দেশের মানুষের একান্ত চাওয়া।