নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে বেসিক এলাকার একটি তিন তলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—মানব চৌধুরী (৪০), তার স্ত্রী বাচা চৌধুরী (৩৮) এবং তাদের তিন কন্যা মুন্নি (১৪), চুন্নি (১২) ও মৌরি (৬)। বর্তমানে তারা সবাইকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
প্রতিবেশী সবিনয় দাস জানান, ভোরে রান্নার জন্য চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণ হয় এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের হাসপাতালে নিয়ে যান।
বার্ন ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসকরা জানান, দগ্ধ পাঁচজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজে বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের ৫ জন
- আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ১০:৪২:২০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ১০:৪২:২০ পূর্বাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ