রিটের পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া, অন্যদিকে ফরহাদের পক্ষে অংশ নেবেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
রিটের আবেদনকারী বামজোট মনোনীত 'অপরাজেয় ৭১, অদম্য ২৪' প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম। আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, ফরহাদ আগে ছাত্রলীগের কমিটিতে ছিলেন; তারপর কীভাবে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী হতে পারলেন, এ প্রশ্ন তুলে তার প্রার্থিতা চ্যালেঞ্জ করা হয়েছে।
এস এম ফরহাদ ফেসবুকে লিখেছেন, “আমার প্রার্থিতাকে চ্যালেঞ্জ করার আইনি উদ্যোগকে শুভেচ্ছা জানাচ্ছি। বিভিন্ন দলের অপপ্রচারের তুলনায় এটি ভালো পদ্ধতি। আমাদের নিয়মিত পথচলাকে বাধা দিতে পারবেন না; ইনশাআল্লাহ আমরা থামব না।”
অপরাজেয় ৭১-অদম্য ২৪ প্যানেলে তিনটি বাম সংগঠন অংশ নিচ্ছে—বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল (বাংলাদেশ জাসদের ছাত্র সংগঠন)।
প্রসঙ্গত, এবারের ডাকসু নির্বাচনে ছাত্রশিবির থেকে ভিপি পদে মো. আবু সাদিক (কায়েম) এবং জিএস পদে এস এম ফরহাদ লড়ছেন। নির্বাচনের দিন নির্ধারিত হয়েছে আগামী ৯ সেপ্টেম্বর।