গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলাকে ষড়যন্ত্রমূলক এবং চক্রান্তের অংশ হিসেবে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শনিবার, ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “নুরের ওপর হামলা অত্যন্ত ন্যাক্কারজনক এবং একে বিচ্ছিন্ন ঘটনা ভাবার সুযোগ নেই।” তিনি এও জানান, জাতীয় পার্টির অতীত কর্মকাণ্ড ও আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গ উঠে এসেছে, যা আইনগতভাবে বিশ্লেষণের মাধ্যমে নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।
উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সরকারি কেসি কলেজের অধ্যক্ষ, জেলা প্রশাসক, বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ এবং গণঅধিকার পরিষদের জেলা সভাপতি, যাঁরা ঐক্যবদ্ধভাবে সংহতি ও দুশ্চিন্তা প্রকাশ করেন। এদিকে শুক্রবার রাতে হামলার শিকার নুর গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। জরুরি বিভাগের ডা. মোস্তাক জানিয়েছেন, নুরের মাথায় রক্তক্ষরণ ও চোয়ালের হাড় ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে, পাশাপাশি ডান চোখে রক্ত জমাট ও মুখে ফোলা রয়েছে। নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক জানান, এখনো নুরকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না, তবে অপারেশন প্রয়োজন হয়নি এবং মেডিকেল বোর্ড চিকিৎসা পর্যবেক্ষণ করছে। বিএনপির স্বাস্থ্য সম্পাদক জানান, নুরকে অক্সিজেনসহ বেডে রাখা হয়েছে এবং তাঁর দ্রুত সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।