ঢাকা , শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ , ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা মেডিকেলে আহত বুয়েট শিক্ষার্থীকে দেখতে প্রধান উপদেষ্টার দুই সহকারীর পরিদর্শন সরকার উৎখাতের ষড়যন্ত্র মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জন কারাগারে গুম প্রতিরোধে কঠোর শাস্তির বিধানসহ খসড়া অধ্যাদেশের নীতিগত অনুমোদন তরুণদের হাতেই রাজনীতির ভবিষ্যৎ পুনর্গঠন: পররাষ্ট্র উপদেষ্টা জাপা সংঘর্ষে আহত রাশেদ খানসহ আটজন ঢামেকে চিকিৎসাধীন জাতীয় পার্টি কার্যালয়ের সামনে সংঘর্ষে আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুর ডিএমপির এআই-ছবি দাবি ঘিরে বিতর্ক, ফ্যাক্ট-চেকারে ভিন্ন তথ্য দেশে সার সংকট নেই, ডিসেম্বর পর্যন্ত পর্যাপ্ত মজুত: কৃষি সচিব রাজশাহী মেডিকেলে বিনামূল্যে মিলল ১৭ কোটি টাকার জীবনরক্ষাকারী অ্যালটেপ্লেজ ইনজেকশন ২৬৮ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিল সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে ধূমপান ও নেশাজাত দ্রব্য সম্পূর্ণ নিষিদ্ধ করল শিক্ষা মন্ত্রণালয় ইরান দূতাবাসের ডেইলি টেলিগ্রাফ প্রতিবেদন প্রত্যাখ্যান রাশিয়া-ইরান বৈঠক ও ইউক্রেন, আফগান বিদ্যুৎ সহযোগিতায় আলোচনার পরিপ্রেক্ষিত হিজামা থেরাপি: প্রাচীন চিকিৎসার আধুনিক পথে ট্রাম্পের দাবি: মোদিকে ফোন করে থামিয়েছি ভারত-পাকিস্তান সংঘাত ২০২৬ সালের এসএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে, অনিয়মিতদের জন্য পূর্ণাঙ্গ পাঠ্যসূচি উচ্চশিক্ষার মানোন্নয়নে হিট প্রকল্পে ৪৩ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউজিসির চুক্তি প্রতিকূল পরিবেশে টিকে থাকবে নতুন ছয় ধানের জাত, খাদ্য উৎপাদনে বড় পরিবর্তনের আশা কেঁচো সার উৎপাদনে সফল উদ্যোক্তা কবিতা রানী, বদলে গেছে ভাগ্যের চাকা জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ জয় করে টেকসই কৃষির পথে বাংলাদেশ

সাম্ভল দাঙ্গা রিপোর্ট ঘিরে যোগী–ওয়াইসির পাল্টাপাল্টি অভিযোগ, রাজনীতিতে নতুন বিতর্ক

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ১১:০৩:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ১১:০৩:২২ পূর্বাহ্ন
সাম্ভল দাঙ্গা রিপোর্ট ঘিরে যোগী–ওয়াইসির পাল্টাপাল্টি অভিযোগ, রাজনীতিতে নতুন বিতর্ক সংগৃহীত ছবি

উত্তর প্রদেশের সাম্ভল দাঙ্গার তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশের পর ফের রাজনৈতিক তরঙ্গ সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেছেন, এই রিপোর্ট প্রমাণ করেছে দাঙ্গা ছিল পরিকল্পিত ষড়যন্ত্র, যেখানে হিন্দু সমাজকে নিশানা করা হয়েছিল।
 

যোগীর অভিযোগ, সাম্ভলে জনসংখ্যার ভারসাম্য দীর্ঘদিন ধরে বদলে দেওয়ার চেষ্টা চলছে। তিনি বলেন, স্বাধীনতার সময় সাম্ভলে হিন্দু জনসংখ্যা ছিল প্রায় ৪৫ শতাংশ, বর্তমানে তা নেমে এসেছে মাত্র ১৫ শতাংশে, অন্যদিকে মুসলিমরা বেড়ে দাঁড়িয়েছেন প্রায় ৮৫ শতাংশে। তার ভাষায়, “পূর্ববর্তী শাসনে হিন্দুদের ওপর বারবার হামলা হয়েছে, দাঙ্গার মাধ্যমে এলাকা হিন্দুশূন্য করার চেষ্টা হয়েছে। তবে এখন ডাবল ইঞ্জিন সরকার ক্ষমতায়, এখানে আর তুষ্টিকরণের রাজনীতি নয়, চলবে সন্তুষ্টিকরণ। সরকারি প্রকল্পের সুবিধা সব নাগরিক সমানভাবে পাচ্ছেন, কিন্তু কেউ যদি জোর করে ডেমোগ্রাফি বদলাতে চায়, তাকে রাজ্য ছাড়তে হবে।”
 

কমিশনের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, গত বছরের ১৯ নভেম্বর আদালতের নির্দেশে শাহী জামে মসজিদে এএসআই জরিপ চালানো হয়। এরপর ২৪ নভেম্বর দ্বিতীয় দফার জরিপ চলাকালীন সহিংসতা ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় চারজন নিহত ও অন্তত ২৯ জন পুলিশ সদস্য আহত হন। রিপোর্টে দাবি করা হয়েছে, বাইরের দুষ্কৃতীদের এনে সহিংসতা ঘটানো হয়েছিল এবং মৌলবাদী গোষ্ঠীগুলি সক্রিয় ভূমিকা নেয়। অস্ত্র ও মাদকের চোরাচালানকেও অশান্তির অংশ হিসেবে ব্যবহার করা হয়। রিপোর্টে সাম্ভলের অতীত সংঘর্ষের কথাও উঠে এসেছে—১৯৫৩ সালের শিয়া–সুন্নি সংঘর্ষ, ১৯৫৯ ও ১৯৬২ সালের সহিংসতা এবং ১৯৭৬ সালের মসজিদ কমিটি দ্বন্দ্ব—যা প্রমাণ করে এ জেলায় অতীতেও বহুবার বড় সংঘাত হয়েছে।
 

যোগী আদিত্যনাথ এই রিপোর্টকে সামনে রেখে বিরোধীদের তীব্র আক্রমণ করেছেন। তার দাবি, “ইন্ডিয়া জোট আসলে এন্টি–ইন্ডিয়া জোট। তারা জাতপাত আর ধর্ম নিয়ে মানুষকে ভাগ করে, দেশের সম্মান খাটো করে। আমাদের সরকার মাফিয়া রাজের অবসান ঘটিয়েছে, উন্নয়নের পথ খুলেছে।”
 

অন্যদিকে, অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) নেতা আসাউদ্দিন ওয়াইসি এই অভিযোগের তীব্র প্রতিবাদ করেছেন। তার প্রশ্ন, যদি দাঙ্গায় বাইরের লোকজন জড়িত থাকে, তবে প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলো আগে থেকে সতর্ক করতে ব্যর্থ হলো কেন? তিনি অভিযোগ করেন, রিপোর্টে সরকারের নিরাপত্তাহীনতা ও প্রশাসনিক ব্যর্থতার কথা নেই।
 

ওয়াইসি আরও বলেন, “ভারতের ইতিহাস প্রমাণ করে দেশ হিন্দু–মুসলিম মিলেই তৈরি হয়েছে। বিজেপি বারবার জনসংখ্যার প্রসঙ্গ তুলে ভয়ের পরিবেশ তৈরি করে বিভাজনের রাজনীতি করছে। সাম্ভলের রিপোর্ট আসলে ভোটের রাজনীতি ছাড়া আর কিছু নয়।”
 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্ভলের এই দাঙ্গা এখন আর কেবল আইনশৃঙ্খলার ইস্যু নয়; বরং উত্তর প্রদেশের বৃহত্তর রাজনৈতিক সংঘাতের প্রতীক হয়ে উঠেছে। যোগী আদিত্যনাথ যেখানে মুসলিম সমাজকে দোষারোপ করছেন, সেখানে ওয়াইসি পাল্টা বহুত্ববাদী ঐতিহ্যের কথা তুলে ধরেছেন। ফলে সাম্ভলের সহিংসতা জাতীয় রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাকরাইলের সংঘর্ষে বলপ্রয়োগ প্রসঙ্গে আইএসপিআরের ব্যাখ্যা

কাকরাইলের সংঘর্ষে বলপ্রয়োগ প্রসঙ্গে আইএসপিআরের ব্যাখ্যা