যুক্তরাষ্ট্রের আপীল আদালত রায় দিয়েছে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় বিভিন্ন দেশের ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক মূলত অবৈধ। আদালতের মতে, এসব ট্যারিফ জরুরি অর্থনৈতিক ক্ষমতার আওতায় চাপানো হলেও তা আইনি সংঘাত সৃষ্টি করেছে এবং প্রেসিডেন্টের এককভাবে এমন ক্ষমতা প্রয়োগের সুযোগ নেই।
রায়ে স্পষ্ট করা হয়, শুল্কারোপের সাংবিধানিক ক্ষমতা কেবল কংগ্রেসের হাতে ন্যস্ত। প্রেসিডেন্টের মাধ্যমে সরাসরি এ ধরনের সিদ্ধান্ত নেওয়া আইনবিরুদ্ধ। তবে আপীল আদালতের এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হচ্ছে না। আগামী ১৪ অক্টোবর মামলাটি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতে উঠবে এবং সেখানেই চূড়ান্ত রায় নির্ধারিত হবে।
এ প্রসঙ্গে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে ডোনাল্ড ট্রাম্প ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন, যদি এই রায় বহাল থাকে তবে যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।
মার্কিন আপীল আদালতে ট্রাম্পের শুল্কনীতি অবৈধ ঘোষণা
- আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ০৯:০৮:৩৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ০৯:০৮:৩৯ পূর্বাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ