ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কম্বাইন্ড ডিগ্রির দাবিকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষার্থী বৈঠক থেকে শুরু হওয়া পরিস্থিতি রোববার রাতের দিকে সংঘর্ষে রূপ নেয়। শিক্ষার্থীরা পশুপালন অনুষদ ও ভেটেনারি অনুষদ একীভূত করে একটি ডিগ্রি চালুর দাবি জানালে তা না মানায় সকাল ১১টা থেকে জয়নুল আবেদিন হল অডিটোরিয়াম অবরুদ্ধ করে রাখেন। এতে উপাচার্যসহ প্রায় ২০০ জন শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তা ভেতরে আটকা পড়ে যান।
অচলাবস্থা নিরসনে সন্ধ্যার পর স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শুরু করে। তবে আলোচনা চলাকালীন পরিস্থিতি হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে। বহিরাগত একদল ক্যাম্পাসে প্রবেশ করে শিক্ষকদের পক্ষ নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালায়। একই সময়ে উপাচার্যের বাসভবনে ভাঙচুরের ঘটনাও ঘটে।
সংঘর্ষে এক নারী শিক্ষার্থী গুরুতর আহত হন। তাকে দ্রুত বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসার জন্য নেওয়া হয়। খবরটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে নেমে আসেন, ফলে পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শিক্ষার্থীরা অভিযোগ তুলেছেন—“আমরা একটি একাডেমিক দাবি নিয়ে আন্দোলন করছি। তাহলে বিশ্ববিদ্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনী থাকা সত্ত্বেও বহিরাগতরা কিভাবে প্রবেশ করলো? এর দায় কে নেবে?”
রাত পর্যন্ত ক্যাম্পাসে টানটান উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থীরা অবস্থান চালিয়ে যাচ্ছেন, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখা যায়নি।