কক্সবাজারের হোটেল কর্তৃক পরিবেশ ও নদী দূষণে জড়িত থাকা সংক্রান্ত অভিযোগে ভবিষ্যতে শুধু অর্থদণ্ড নয়, দায়িত্বপ্রাপ্ত সরকারি সংস্থাগুলোকে অপরাধী হোটেল সরাসরি বন্ধের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
তিনি আজ ৩০ আগস্ট, শনিবার কক্সবাজার হিলটপ সার্কিট হাউসে অনুষ্ঠিত বিশেষ সমন্বয় সভার পর সংবাদ মাধ্যমকে বলেন, নদী এবং পরিবেশ প্রতিনিয়ত আবর্জনা ফেলার কারণে বিপর্যস্ত হচ্ছে। পরিবেশ অধিদফতর প্রায়শই জরিমানা করলেও হোটেলগুলোর দায়িত্বহীন আচরণ বন্ধ হয়নি। উপদেষ্টা স্পষ্ট জানান, অর্থদণ্ড কার্যকর হচ্ছে না দেখে এবার প্রয়োজন অভিযুক্ত হোটেলগুলো সম্পূর্ণ বন্ধ করা। তিনি আরও বলেন, পর্যায়ক্রমে নদী দখলমুক্ত করার পরেই অগ্রাধিকার ভিত্তিতে দূষণ মুক্তকরণ কাজ চলবে, যা পরিবেশ সংরক্ষণে সরকারের জিরো টলারেন্স নীতিরই প্রতিফলন।