ঢাকা , বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫ , ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘রেড লাইন’ পার করবেন না: ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি আমিরাতের গানের শিক্ষক নিয়োগে বিতর্ক: শায়খ আহমাদুল্লাহর প্রশ্ন, কাদের খুশি করা হচ্ছে? চীনের গোপন ড্রোন সহায়তায় রাশিয়ার যুদ্ধশক্তি বাড়ছে! নির্বাচনে ফরহাদের অংশগ্রহণে বাধা নেই, ডাকসু নির্বাচন নির্ধারিত সময়েই গাইবান্ধার সুন্দরগঞ্জে বিএনপি বিরোধ: ১৪৪ ধারা জারি, সব সভা-সমাবেশ নিষিদ্ধ জাবি শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ, ২৭টি বাস আটক গাজায় নতুন ভয়াবহ অস্ত্র: ইসরায়েলের বোমা ফেলা রোবটের তাণ্ডব বিতর্কে জাভেদ আখতার: পশ্চিমবঙ্গে অনুষ্ঠান বাতিলের পেছনের কারণ আবারও কাঁপল আফগানিস্তান! ভয়াবহ ভূমিকম্পে নতুন আতঙ্ক রায়পুরে কিশোরী অপহরণ ও ধর্ষণ: হিন্দু যুবক জয় কুরি পলাতক ট্রাম্পের সিদ্ধান্তে ভয়াবহ ঝুঁকি! হাফপোস্টের চাঞ্চল্যকর রিপোর্ট সিরিয়ার বাশার আল-আসাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল ফ্রান্স শেষ মুহূর্তের লড়াইয়ে ডাকসু নির্বাচন নিশ্চিত করলেন শিশির মনির! আফগানিস্তানে ভূমিকম্পে ভয়াবহ ক্ষতি, সহায়তায় এগিয়ে আসার আহ্বান! কাশ্মিরে পাক সেনার হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৫ জনের! গাজায় ইসরাইলি হামলায় হামাসের মুখপাত্র আবু উবাইদার শাহাদাত বরণ ডাকসু নির্বাচনে ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ: হাইকোর্টে রিট রাকসু নির্বাচনে প্রথম বর্ষের ভোটার: ছাত্র সংগঠনগুলোর ওয়াকআউট প্রধান বিচারপতি: বিচার বিভাগে সংস্কারের ৮০% কাজ সম্পন্ন, বিশেষায়িত বাণিজ্যিক আদালতের উদ্যোগ চবি ক্যাম্পাসে ভয়াবহ সংঘর্ষ, ছাত্রলীগ ক্যাডারদের বিরুদ্ধে অভিযোগে কাঁদলেন উপ-উপাচার্য

যদি কোনোদিন জেলে যেতে হয়, তাহলে কি সেখানে আমি উঁচু কমোড পাব?

  • আপলোড সময় : ২০-০৭-২০২৫ ১০:২৫:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৫ ১০:২৫:৪২ অপরাহ্ন
যদি কোনোদিন জেলে যেতে হয়, তাহলে কি সেখানে আমি উঁচু কমোড পাব? প্রেস সচিব। ছবি: সংগৃহীত
শেখ হাসিনা সরকার জেলে পাঠালে সেখানে হয়তো উঁচু কমোড পাবেন না। সেজন্য গত বছর গণঅভ্যুত্থান ও ছাত্র আন্দোলনের সময় গ্রেফতার হলে জেলে উঁচু কমোড পাওয়ার জন্য তার হয়ে নিজের স্ত্রীকে আইনজীবী নিয়োগ করতে বলেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।
 
রোববার ২০ জুলাই (রোববার) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এমনটাই জানিয়েছেন তিনি। সেখানে তিনি লেখেন, আজও আমার সবচেয়ে বড় ভয়- যদি কোনো দিন আমাকে জেলে যেতে হয়, তাহলে কি সেখানে আমি উঁচু কমোড পাব?
 
ফেসবুকে প্রেস সচিব লেখেন, গত বছরের কারফিউ ও ইন্টারনেট শাটডাউনের সময় লন্ডনভিত্তিক বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের এক সাংবাদিক প্রথম আমাকে সতর্ক করেন, যে কোনো মুহূর্তে আমাকে গ্রেফতার করা হতে পারে। তিনি (বিবিসির সাংবাদিক) বলেন, হাসিনা সরকারের এক মন্ত্রী আমাকে মিথ্যা প্রচারের অভিযোগে এবং ‘সন্ত্রাসীদের মুখপাত্র’ হিসেবে অভিযুক্ত করেছেন। আমি তখন উদ্বিগ্ন হয়ে পড়ি। আল জাজিরার তানভীর চৌধুরী এবং আরও দুজন আন্তর্জাতিক গণমাধ্যমকর্মী একই রকম সতর্কবার্তা দেন। তারা বলেন, হাসিনা সরকার জানে যে, ইন্টারনেট শাটডাউনের সময়ও এএফপির দ্রুতগতির ইন্টারনেট চালু ছিল এবং আমি দেশি-বিদেশি সাংবাদিকদের সেই ইন্টারনেট ব্যবহার করে তাদের রিপোর্ট, ছবি ও ভিডিও পাঠাতে সহায়তা করছিলাম।
 
শফিকুল আলম বলেন, তখন আমার সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল গ্রেফতার হওয়া নয়। আমি নিশ্চিত ছিলাম যে, আমাকে গ্রেফতার করা হলেও তারা আমার ওপর শারীরিক নির্যাতন করবে না- কারণ আমি তখন এএফপির ব্যুরো চিফ ছিলাম। আর এএফপি ফ্রান্স সরকারের মালিকানাধীন বার্তা সংস্থা। কিন্তু আমাকে ভীষণ আতঙ্কিত করেছিল এই চিন্তাটা- যদি আমাকে সাধারণ কোনো কারাগার সেলে পাঠানো হয়, যেখানে উঁচু কমোড নেই! আমার হাঁটু ভাঙা এবং স্কোয়াট করে প্রাকৃতিক প্রয়োজন মেটানোর উপায় আমার নেই।
 
প্রধান উপদেষ্টার প্রেস সচিব লেখেন, ‘আমি আমার স্ত্রীকে বলেছিলাম, যদি আমাকে গ্রেফতার করা হয়, তাহলে তিনি যেন প্রথম কাজ হিসেবে একজন শীর্ষস্থানীয় আইনজীবী নিয়োগ করেন। যিনি আমার কারাগারে উঁচু কমোড ব্যবহার নিশ্চিত করবেন। আমার স্ত্রী বিষয়টি খুব গুরুত্ব সহকারে নিয়েছিলেন, কারণ তিনি জানতেন আমি ঠাট্টা করছি না। আমি এএফপির সহকর্মী, আমার সাবেক সহকর্মী ও কয়েকজন শীর্ষ সাংবাদিককেও বলেছিলাম যেন তারা আমার পক্ষে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন।’
 
তিনি লেখেন, আল্লাহর অশেষ রহমতে আমি শেষ পর্যন্ত কারাগারে যাইনি। কিন্তু আজও আমার সবচেয়ে বড় ভয়- যদি কোনোদিন আমাকে জেলে যেতে হয়, তাহলে কি সেখানে আমি উঁচু কমোড পাব?

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরাকান আর্মির হাতে তিন ফিশিং বোটসহ ১৮ জেলে আটক

আরাকান আর্মির হাতে তিন ফিশিং বোটসহ ১৮ জেলে আটক