ঢাকা , শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ , ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই বিপ্লবের যোদ্ধাদের আইনি সুরক্ষা: ‘দায়মুক্তি আইন’ অনুমোদন লক্ষ্মীপুরে এনআইডি সংগ্রহ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ: আহত ১৩, সদর হাসপাতালে উত্তেজনা জীবননগরে বিএনপি নেতা শামসুজ্জামানের দাফন সম্পন্ন: নিরপেক্ষ তদন্ত ও বিচারের দাবি পরিবারের জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আসন সমঝোতা চূড়ান্ত: ২৫৩ আসনে প্রার্থীর নাম ঘোষণা গ্যাস বিল নিয়ে প্রতারণার ফাঁদ: গ্রাহকদের সতর্ক করল তিতাস একদিনে রাজধানীর পাঁচ স্থানে অবরোধ, দিনভর ভোগান্তি গণভোটে ‘হ্যাঁ’ জয়ী করতে ডাকসুর ১৫ দফা কর্মসূচি ঘোষণা গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত হলে ন্যাটো আরও শক্তিশালী হবে: ডোনাল্ড ট্রাম্প নিখোঁজ শিশু উদ্ধারে দেশে প্রথমবার চালু হলো টোল-ফ্রি হেল্পলাইন ও ‘মুন অ্যালার্ট’ কর্মসংস্থান ও রেমিট্যান্স জোরদারে ৬০ হাজার চালক প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ইসিতে চতুর্থ দিনে ৫৩ প্রার্থীর মনোনয়ন বৈধ, ১৫টি আপিল খারিজ ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি নির্দেশ, সহিংসতা ও যোগাযোগ বিচ্ছিন্নতার আশঙ্কা যুদ্ধের প্রস্তুতির বার্তা ইরানের, যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন পররাষ্ট্রমন্ত্রী আরাগচি উচ্চশিক্ষার মানোন্নয়নে ঢাকায় বসছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন শাবিপ্রবিতে মধ্যরাতে উত্তাল ক্যাম্পাস: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে ভয়াবহ আগুন: নিয়ন্ত্রণে কাজ করছে ৪ ইউনিট চার মিশনের প্রেস সচিবকে অবিলম্বে দেশে ফেরার নির্দেশ মোবাইল অ্যাপেই রিচার্জ হবে মেট্রোরেলের কার্ড: লাইনে দাঁড়ানোর দিন শেষ! ইমানদারের প্রকৃত পরিচয় কী: কুরআন ও হাদিসের আলোকে চরিত্রের মানদণ্ড নিজেকেই ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা করলেন ট্রাম্প

বাম্পার ফলনে সোনালি আঁশে নতুন প্রাণ, কৃষকের মুখে হাসি

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ০১:০৪:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ০১:০৪:৩৪ পূর্বাহ্ন
বাম্পার ফলনে সোনালি আঁশে নতুন প্রাণ, কৃষকের মুখে হাসি ছবি: সংগৃহীত।ঝিনাইদহের সোনালি আঁশ পাট।
বছরের পর বছর ধরে হারাতে বসা সোনালি আঁশ পাট এ মৌসুমে নতুন করে আশার আলো দেখাচ্ছে। জেলার বিভিন্ন এলাকায় এবার তোষা জাতের হাইব্রিড পাটের বাম্পার ফলন হয়েছে, যা কৃষকদের জন্য বাড়তি আয়ের সম্ভাবনা তৈরি করেছে। গ্রামে গ্রামে চলছে পাট কাটার পর শুকানো, ধোয়া ও পঁচানোর কাজ। নদী-খাল, বিল-ঝিলে ব্যস্ত সময় পার করছেন নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের কৃষকেরা।
 
কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, এ বছর বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে বেশি হওয়ায় পাট জাগ দিতে পানির সংকট হয়নি। পর্যাপ্ত পানিতে পঁচানোয় পাটের রং দারুণ হয়েছে, ফলে বাজারে ভালো দামে বিক্রির আশা করছেন চাষিরা। মাঠ পর্যায়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ ও তদারকি কৃষকদের ফলন বাড়াতে ইতিবাচক ভূমিকা রেখেছে।
 
সরেজমিন ঘুরে দেখা যায়, সদর, শৈলকূপা, কালীগঞ্জ, মহেশপুর ও হরিণাকুণ্ডুসহ বিভিন্ন উপজেলায় রাস্তার ধারে বাঁশের আড় তৈরি করে পাট শুকানো হচ্ছে। স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগের বছরগুলোতে বৃষ্টির পানি কম থাকায় পাট জাগে সমস্যা হতো এবং রংও খারাপ আসত। তবে এবার পানির প্রাচুর্য থাকায় পাটের প্রকৃত সোনালি রং ফিরে এসেছে।
 
শৈলকূপার ফুলহরি গ্রামের কৃষক আব্দুস সাত্তার বলেন, “গত বছর খাল-বিলে পানি কম থাকায় বদ্ধ পুকুরে পাট জাগ দিয়েছিলাম। তখন রং খারাপ হয়েছিল। এবার প্রচুর পানি থাকায় পাটের রং খুব সুন্দর হয়েছে।” হরিণাকুণ্ডুর কৃষক আব্দুল বারেক জানান, “ফলন এবার ভালো হয়েছে। লম্বায় কিছুটা ঘাটতি থাকলেও মান ও রং দারুণ, ফলে বাজারে ভালো দাম পাওয়া যাবে।”
 
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার তুলনায় কিছুটা কম জমিতে হলেও মোট ২০ হাজার ২২৯ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। এতে প্রায় ৫২ হাজার মেট্রিক টনের বেশি পাট উৎপাদনের আশা করা হচ্ছে। কৃষকেরা মূলত জেআরও ৫২৪, বিজেআর আই ও তোষা-৮ জাতের পাট চাষ করেছেন।
 
ইতোমধ্যে স্থানীয় বাজারগুলোতে পাটের বেচাকেনা জমে উঠেছে। শৈলকূপার ভাটই বাজারসহ বিভিন্ন হাটে প্রতি মণ পাট গড়ে ৩৫০০ থেকে ৩৬০০ টাকায় বিক্রি হচ্ছে। মানভেদে এ দামে ২০০ থেকে ৪০০ টাকা ওঠানামা করছে। ব্যবসায়ীরাও জানাচ্ছেন, মান ভালো হওয়ায় তারা আগের চেয়ে বেশি দামে পাট কিনছেন।
 
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায় বলেন, পর্যাপ্ত বৃষ্টিপাত ও পানির কারণে এবার পাটের মান অনেক উন্নত হয়েছে। পাশাপাশি মাঠ পর্যায়ে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হয়েছে। ফলে কৃষকরা কাঙ্ক্ষিত ফলন ও দাম পাচ্ছেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গ্যাস বিল নিয়ে প্রতারণার ফাঁদ: গ্রাহকদের সতর্ক করল তিতাস

গ্যাস বিল নিয়ে প্রতারণার ফাঁদ: গ্রাহকদের সতর্ক করল তিতাস