ঢাকা , শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ , ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা মেডিকেলে আহত বুয়েট শিক্ষার্থীকে দেখতে প্রধান উপদেষ্টার দুই সহকারীর পরিদর্শন সরকার উৎখাতের ষড়যন্ত্র মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জন কারাগারে গুম প্রতিরোধে কঠোর শাস্তির বিধানসহ খসড়া অধ্যাদেশের নীতিগত অনুমোদন তরুণদের হাতেই রাজনীতির ভবিষ্যৎ পুনর্গঠন: পররাষ্ট্র উপদেষ্টা জাপা সংঘর্ষে আহত রাশেদ খানসহ আটজন ঢামেকে চিকিৎসাধীন জাতীয় পার্টি কার্যালয়ের সামনে সংঘর্ষে আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুর ডিএমপির এআই-ছবি দাবি ঘিরে বিতর্ক, ফ্যাক্ট-চেকারে ভিন্ন তথ্য দেশে সার সংকট নেই, ডিসেম্বর পর্যন্ত পর্যাপ্ত মজুত: কৃষি সচিব রাজশাহী মেডিকেলে বিনামূল্যে মিলল ১৭ কোটি টাকার জীবনরক্ষাকারী অ্যালটেপ্লেজ ইনজেকশন ২৬৮ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিল সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে ধূমপান ও নেশাজাত দ্রব্য সম্পূর্ণ নিষিদ্ধ করল শিক্ষা মন্ত্রণালয় ইরান দূতাবাসের ডেইলি টেলিগ্রাফ প্রতিবেদন প্রত্যাখ্যান রাশিয়া-ইরান বৈঠক ও ইউক্রেন, আফগান বিদ্যুৎ সহযোগিতায় আলোচনার পরিপ্রেক্ষিত হিজামা থেরাপি: প্রাচীন চিকিৎসার আধুনিক পথে ট্রাম্পের দাবি: মোদিকে ফোন করে থামিয়েছি ভারত-পাকিস্তান সংঘাত ২০২৬ সালের এসএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে, অনিয়মিতদের জন্য পূর্ণাঙ্গ পাঠ্যসূচি উচ্চশিক্ষার মানোন্নয়নে হিট প্রকল্পে ৪৩ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউজিসির চুক্তি প্রতিকূল পরিবেশে টিকে থাকবে নতুন ছয় ধানের জাত, খাদ্য উৎপাদনে বড় পরিবর্তনের আশা কেঁচো সার উৎপাদনে সফল উদ্যোক্তা কবিতা রানী, বদলে গেছে ভাগ্যের চাকা জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ জয় করে টেকসই কৃষির পথে বাংলাদেশ

বাম্পার ফলনে সোনালি আঁশে নতুন প্রাণ, কৃষকের মুখে হাসি

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ০১:০৪:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ০১:০৪:৩৪ পূর্বাহ্ন
বাম্পার ফলনে সোনালি আঁশে নতুন প্রাণ, কৃষকের মুখে হাসি ছবি: সংগৃহীত।ঝিনাইদহের সোনালি আঁশ পাট।
বছরের পর বছর ধরে হারাতে বসা সোনালি আঁশ পাট এ মৌসুমে নতুন করে আশার আলো দেখাচ্ছে। জেলার বিভিন্ন এলাকায় এবার তোষা জাতের হাইব্রিড পাটের বাম্পার ফলন হয়েছে, যা কৃষকদের জন্য বাড়তি আয়ের সম্ভাবনা তৈরি করেছে। গ্রামে গ্রামে চলছে পাট কাটার পর শুকানো, ধোয়া ও পঁচানোর কাজ। নদী-খাল, বিল-ঝিলে ব্যস্ত সময় পার করছেন নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের কৃষকেরা।
 
কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, এ বছর বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে বেশি হওয়ায় পাট জাগ দিতে পানির সংকট হয়নি। পর্যাপ্ত পানিতে পঁচানোয় পাটের রং দারুণ হয়েছে, ফলে বাজারে ভালো দামে বিক্রির আশা করছেন চাষিরা। মাঠ পর্যায়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ ও তদারকি কৃষকদের ফলন বাড়াতে ইতিবাচক ভূমিকা রেখেছে।
 
সরেজমিন ঘুরে দেখা যায়, সদর, শৈলকূপা, কালীগঞ্জ, মহেশপুর ও হরিণাকুণ্ডুসহ বিভিন্ন উপজেলায় রাস্তার ধারে বাঁশের আড় তৈরি করে পাট শুকানো হচ্ছে। স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগের বছরগুলোতে বৃষ্টির পানি কম থাকায় পাট জাগে সমস্যা হতো এবং রংও খারাপ আসত। তবে এবার পানির প্রাচুর্য থাকায় পাটের প্রকৃত সোনালি রং ফিরে এসেছে।
 
শৈলকূপার ফুলহরি গ্রামের কৃষক আব্দুস সাত্তার বলেন, “গত বছর খাল-বিলে পানি কম থাকায় বদ্ধ পুকুরে পাট জাগ দিয়েছিলাম। তখন রং খারাপ হয়েছিল। এবার প্রচুর পানি থাকায় পাটের রং খুব সুন্দর হয়েছে।” হরিণাকুণ্ডুর কৃষক আব্দুল বারেক জানান, “ফলন এবার ভালো হয়েছে। লম্বায় কিছুটা ঘাটতি থাকলেও মান ও রং দারুণ, ফলে বাজারে ভালো দাম পাওয়া যাবে।”
 
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার তুলনায় কিছুটা কম জমিতে হলেও মোট ২০ হাজার ২২৯ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। এতে প্রায় ৫২ হাজার মেট্রিক টনের বেশি পাট উৎপাদনের আশা করা হচ্ছে। কৃষকেরা মূলত জেআরও ৫২৪, বিজেআর আই ও তোষা-৮ জাতের পাট চাষ করেছেন।
 
ইতোমধ্যে স্থানীয় বাজারগুলোতে পাটের বেচাকেনা জমে উঠেছে। শৈলকূপার ভাটই বাজারসহ বিভিন্ন হাটে প্রতি মণ পাট গড়ে ৩৫০০ থেকে ৩৬০০ টাকায় বিক্রি হচ্ছে। মানভেদে এ দামে ২০০ থেকে ৪০০ টাকা ওঠানামা করছে। ব্যবসায়ীরাও জানাচ্ছেন, মান ভালো হওয়ায় তারা আগের চেয়ে বেশি দামে পাট কিনছেন।
 
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায় বলেন, পর্যাপ্ত বৃষ্টিপাত ও পানির কারণে এবার পাটের মান অনেক উন্নত হয়েছে। পাশাপাশি মাঠ পর্যায়ে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হয়েছে। ফলে কৃষকরা কাঙ্ক্ষিত ফলন ও দাম পাচ্ছেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাকা মেডিকেলে আহত বুয়েট শিক্ষার্থীকে দেখতে প্রধান উপদেষ্টার দুই সহকারীর পরিদর্শন

ঢাকা মেডিকেলে আহত বুয়েট শিক্ষার্থীকে দেখতে প্রধান উপদেষ্টার দুই সহকারীর পরিদর্শন