গত জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পর থেকেই আইএইএ-র সঙ্গে ইরানের সম্পর্ক ক্রমেই তিক্ত হয়ে ওঠে। তেহরান অভিযোগ করেছে, সংস্থাটি পশ্চিমা চাপের কাছে নতি স্বীকার করছে এবং ইরানের পরমাণু কর্মসূচিকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। সাম্প্রতিক ঘোষণায় ইরান আরও জানিয়েছে, তারা আপাতত ইউরোপীয় দেশগুলোর আয়োজিত কোনো বৈঠকে অংশ নেবে না।
ইরানের ঘোষণা: আইএইএ-র সঙ্গে সহযোগিতা চুক্তি স্থগিত
- আপলোড সময় : ১৪-১০-২০২৫ ১২:৪৬:১৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৪-১০-২০২৫ ১২:৪৬:১৫ পূর্বাহ্ন

ইরান জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ)-এর সঙ্গে স্বাক্ষরিত সহযোগিতা চুক্তি স্থগিত করেছে। রবিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এক বিবৃতিতে এই ঘোষণা দেন। তিনি বলেন, ইরান পুনরায় চুক্তিতে ফিরতে প্রস্তুত, যদি জাতিসংঘ এমন প্রস্তাব দেয় যা তেহরানের জাতীয় স্বার্থ ও সার্বভৌম অধিকার রক্ষায় সহায়ক হয়।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ