মেয়র আল-সাররাজ আল-নাসর স্ট্রিট, ইজ্জুদ্দিন আল-কাসেম স্ট্রিট, আল-কাওকা রাউন্ডঅ্যাবাউট, আল-কুদস ওপেন ইউনিভার্সিটি, আল-জাল্লা স্ট্রিট, খালিল আল-ওয়াজির স্ট্রিটসহ জেরুজালেম, কায়রো ও থালাথিনি সড়কগুলো পরিদর্শন করেন। এর মাধ্যমে তিনি পুনর্গঠন ও মানবিক সহায়তা কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।
উত্তর-পশ্চিম গাজায় ধ্বংসযজ্ঞ পরিদর্শনে সিটি মেয়র
- আপলোড সময় : ১২-১০-২০২৫ ১২:১২:৫৯ অপরাহ্ন
- আপডেট সময় : ১২-১০-২০২৫ ১২:১২:৫৯ অপরাহ্ন

গাজা সিটির মেয়র ড. ইয়াহিয়া আল-সাররাজ ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর উত্তর-পশ্চিম গাজার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। এই পরিদর্শনে ধ্বংসযজ্ঞের চিত্র, চলমান পুনর্গঠন কার্যক্রম এবং স্থানীয় অবকাঠামোর পরিস্থিতি সরাসরি দেখা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ