ওদেহ স্পষ্ট করে বলেন, ইসরায়েলি ও ফিলিস্তিনি উভয় পক্ষের রক্তপাতের দায় সম্পূর্ণ নেতানিয়াহু সরকারের ওপর বর্তায়। তিনি জানান, যুদ্ধবিরতি ও সম্ভাব্য সমঝোতার আহ্বান জানানোর উদ্দেশ্যেই তিনি অধিবেশনে উপস্থিত ছিলেন।
নিজের বক্তব্যে তিনি আরও বলেন, “প্রকৃত ন্যায়বিচার ও স্থায়ী শান্তি আসবে তখনই, যখন ইসরায়েল ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে এবং দখলদারিত্বের অবসান ঘটাবে।” রাজনৈতিক বিশ্লেষকরা এই ঘটনাকে ইসরায়েলি সংসদে অভূতপূর্ব প্রতিবাদ হিসেবে বর্ণনা করেছেন।