দীর্ঘ বন্দিজীবনে মাহমুদ ইসা ১৩ বছর নির্জন কারাবাসে কাটান। এই সময় তিনি অমানবিক নির্যাতনের মুখেও দৃঢ় মনোবল বজায় রাখেন এবং সহবন্দীদের শিক্ষা, ঐক্য ও প্রতিরোধের প্রেরণা দেন। ফিলিস্তিনি রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ইসা বন্দিত্বের মধ্যেও প্রতিরোধের এক “জীবন্ত প্রতীক” হয়ে উঠেছিলেন।
স্থিতিস্থাপকতার
সম্প্রতি ইসরায়েল ও হামাসের মধ্যে সম্পন্ন বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে তাঁর নাম মুক্তিপ্রাপ্তদের তালিকায় অন্তর্ভুক্ত হয়। গাজা ও পশ্চিম তীরে তাঁর মুক্তি উদযাপন করা হচ্ছে প্রতিরোধের মনোবল ও স্থিতিস্থাপকতার প্রতীক হিসেবে।