বিশিষ্ট ইসলামী বক্তা ও আন্তর্জাতিকভাবে পরিচিত ধর্মীয় চিন্তাবিদ ড. জাকির নায়েক আগামী নভেম্বরে প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন। ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া একটি বিশেষ ‘মেগা লেকচার ইভেন্ট’-এ তিনি অংশ নেবেন। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী আসন্ন ২৮ অথবা ২৯ নভেম্বর ঢাকায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।
আয়োজক সংস্থা স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের প্রোপাইটর আলী রাজ জানান, আগামী ২০ অক্টোবর সোমবার একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে অনুষ্ঠানের বিশদ সময়সূচি ও ভেন্যু ঘোষণা করা হবে। তিনি আরও বলেন, শুধু ঢাকাতেই নয়, রাজধানীর বাইরে দেশের অন্য অংশেও এই ধরনের প্রোগ্রাম আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
আলী রাজ স্পষ্ট করেন, ড. জাকির নায়েকের এই সফর কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে নয়। বরং অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে চ্যারিটি প্রোগ্রাম হিসেবে পরিচালিত হবে, যাতে বৃহত্তর জনসমাজ ধর্মীয় ও নৈতিক শিক্ষা লাভের সুযোগ পায়।