আগামী ২৫ জানুয়ারির মধ্যে ২০২৬ সালের হজযাত্রীদের স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে বলা হয়েছে । এই পরীক্ষার ভিত্তিতেই তারা হজের জন্য প্রয়োজনীয় টিকা নিতে পারবেন। ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে।
মন্ত্রণালয়ের ৬ই জানুয়ারির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হজযাত্রীরা টিকা গ্রহণের আগে উক্ত স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিতভাবে সম্পন্ন করবেন। আসন্ন হজ সম্পন্ন করতে ইচ্ছুক যাত্রীদের জন্য বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ।
এ সংক্রান্ত তথ্যের জন্য হজের কল সেন্টার ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করা যেতে পারে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
ডেস্ক রিপোর্ট