ঢাকা , শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ , ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই বিপ্লবের যোদ্ধাদের আইনি সুরক্ষা: ‘দায়মুক্তি আইন’ অনুমোদন লক্ষ্মীপুরে এনআইডি সংগ্রহ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ: আহত ১৩, সদর হাসপাতালে উত্তেজনা জীবননগরে বিএনপি নেতা শামসুজ্জামানের দাফন সম্পন্ন: নিরপেক্ষ তদন্ত ও বিচারের দাবি পরিবারের জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আসন সমঝোতা চূড়ান্ত: ২৫৩ আসনে প্রার্থীর নাম ঘোষণা গ্যাস বিল নিয়ে প্রতারণার ফাঁদ: গ্রাহকদের সতর্ক করল তিতাস একদিনে রাজধানীর পাঁচ স্থানে অবরোধ, দিনভর ভোগান্তি গণভোটে ‘হ্যাঁ’ জয়ী করতে ডাকসুর ১৫ দফা কর্মসূচি ঘোষণা গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত হলে ন্যাটো আরও শক্তিশালী হবে: ডোনাল্ড ট্রাম্প নিখোঁজ শিশু উদ্ধারে দেশে প্রথমবার চালু হলো টোল-ফ্রি হেল্পলাইন ও ‘মুন অ্যালার্ট’ কর্মসংস্থান ও রেমিট্যান্স জোরদারে ৬০ হাজার চালক প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ইসিতে চতুর্থ দিনে ৫৩ প্রার্থীর মনোনয়ন বৈধ, ১৫টি আপিল খারিজ ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি নির্দেশ, সহিংসতা ও যোগাযোগ বিচ্ছিন্নতার আশঙ্কা যুদ্ধের প্রস্তুতির বার্তা ইরানের, যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন পররাষ্ট্রমন্ত্রী আরাগচি উচ্চশিক্ষার মানোন্নয়নে ঢাকায় বসছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন শাবিপ্রবিতে মধ্যরাতে উত্তাল ক্যাম্পাস: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে ভয়াবহ আগুন: নিয়ন্ত্রণে কাজ করছে ৪ ইউনিট চার মিশনের প্রেস সচিবকে অবিলম্বে দেশে ফেরার নির্দেশ মোবাইল অ্যাপেই রিচার্জ হবে মেট্রোরেলের কার্ড: লাইনে দাঁড়ানোর দিন শেষ! ইমানদারের প্রকৃত পরিচয় কী: কুরআন ও হাদিসের আলোকে চরিত্রের মানদণ্ড নিজেকেই ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা করলেন ট্রাম্প

সৈকত থেকে শতাধিক টং দোকান উচ্ছেদ

  • আপলোড সময় : ১৩-১০-২০২৫ ০৯:৪০:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৫ ০৯:৪০:৪০ পূর্বাহ্ন
সৈকত থেকে শতাধিক টং দোকান উচ্ছেদ সৈকত থেকে শতাধিক টং দোকান উচ্ছেদ
কক্সবাজার সৈকতের বালিয়াড়ি দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। গতকাল বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত সৈকতের সুগন্ধা পয়েন্টের ঝাউবনে এ অভিযান চালানো হয়। এ সময় উচ্ছেদ কার্যক্রম পরিচালনার জন্য বিপুল সংখ্যক সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের সদস্য মোতায়েন করা হয়। এর আগে বেলা ১১টার দিকে বালিয়াড়িতে বসানো দোকানপাট ও স্থাপনা সরিয়ে নিতে সময় বেঁধে দেয় জেলা প্রশাসন। এ সময়ের মধ্যে অনেকেই টং দোকান সরিয়ে নেয় এবং বালিয়াড়ি থেকে তুলে সড়কে ফেলে রাখে। জেলা প্রশাসন থেকে জানানো হয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশে সৈকতের প্রতিবেশ সংকটাপন্ন এলাকা থেকে সব ধরনের স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত হয়েছে। শনিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অংশীজনদের সঙ্গে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কক্সবাজারে সদ্য যোগদান করা জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এই অভিযান ঘিরে দিনভর নানা নাটকীয়তা আর উত্তেজনা সৃষ্টি হয়। অবৈধ দোকানগুলো দখল সরিয়ে নিতে সকালের দিকে প্রথমবার সময় দেয়া হয়। ওই সময় নানা চেষ্টা ও চাপ প্রয়োগ সত্ত্বেও অধিকাংশ দোকান সরিয়ে নেয়নি। যারা নেয় তারাও বালিয়াড়ি থেকে তুলে রাস্তায় নিয়ে রাখে। এসময় মাইকে প্রশসানের পক্ষ থেকে বার বার ঘোষণা দিলেও তাতে কর্ণপাত করেনি দখলদাররা। এক পর্যায়ে দুপুর ১২টার দিকে আরো দুই ঘণ্টা সময় বাড়িয়ে বেলা ২টা পর্যন্ত সময় বাড়ানো হয়। এই সময়েও দোকানগুলো সরিয়ে নেয়নি দখলদাররা। এক পর্যায়ে প্রশাসন অ্যাকশনে যায়। বুলডোজার দিয়ে দোকানগুলো গুড়িয়ে দিতে শুরু করলে তড়িঘড়ি করে সরিয়ে নিতে শুরু করে দখলদাররা। তারপরও নানা গড়িমসি করে এবং তা সন্ধ্যা নাগাদ চলতে থাকে। শেষ পর্যন্ত নানা চেষ্টা করে সব দোকান উচ্ছেদ করতে সক্ষম হয় প্রশাসন।
 
এ ব্যাপারে ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার অঞ্চলের প্রধান অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, বেঁধে দেওয়া সময়ের মধ্যে না সরানোর কারণে শতাধিক টং দোকান উচ্ছেদ করা হয়েছে। বালিয়াড়ি দখলমুক্ত রাখতে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় আর কেউ যেন স্থাপনা না করে তার জন্য সতর্ক করা হয়েছে।
 
কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম বলেন, জেলা প্রশাসনের সিদ্ধান্ত মতে, দখলদারদের উচ্ছেদ করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হয়েছে। আমরা চেয়েছি কোনো অঘটন ও ভাঙচুর ছাড়াই উচ্ছেদ কার্যক্রম চালাতে। সারাদিন নানা বিড়ম্বনার পর অবশেষে সব দোকান উচ্ছেদ করতে সক্ষম হয়েছি। দখলদাররা যাতে আর বসতে না সে জন্য কঠোর ব্যবস্থা জোরদার করা হবে।
 
অভিযোগ রয়েছে, গত এক বছরে কক্সবাজার শহরের নাজিরারটেক, সুগন্ধা, কলাতলী, দরিয়ানগর, হিমছড়ি, সোনারপাড়া, ইনানী, পাটুয়ারটেক ও টেকনাফ সৈকতে কয়েকশ দোকান–পাট ও স্থাপনা তৈরি করা হয়েছে। সৈকতের জনপ্রিয় পর্যটন স্পটগুলোতে বেশি দখলের ঘটনা ঘটছে। এর মধ্যে গতমাসে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের বদলি আদেশ আসার পর পরই সুগন্ধা পয়েন্ট সৈকতে শতাধিক টংঘর বানিয়ে বসানো হয়। পাশাপাশি সৈকতের অন্যান্য পয়েন্টেও বসেছে ভ্রাম্যমাণ দোকান পাট। সৈকতের প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় এসব স্থাপনা নির্মাণের অভিযোগ ওঠে। কক্সবাজার শহরের নাজিরারটেক থেকে টেকনাফ পর্যন্ত ১২০ কিলোমিটার সমুদ্রসৈকত ১৯৯৯ সালে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করে সরকার। আইন অনুযায়ী, সৈকতের জোয়ার–ভাটার অঞ্চল থেকে ৩০০ মিটার পর্যন্ত যেকোনো স্থাপনা নির্মাণ ও উন্নয়ন নিষিদ্ধ। এর আগে গত বছরের ডিসেম্বর ও ২০২৩ সালেও একাধিকবার অভিযান চালিয়ে জেলা প্রশাসন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিল।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গ্যাস বিল নিয়ে প্রতারণার ফাঁদ: গ্রাহকদের সতর্ক করল তিতাস

গ্যাস বিল নিয়ে প্রতারণার ফাঁদ: গ্রাহকদের সতর্ক করল তিতাস