শীতকালে রুম হিটার ব্যবহার বাড়ে, তবে এর ব্যবহার সতর্কতার সঙ্গে করতে হবে। হিটার চালানোর সময় আগুন লাগার বা শরীরের স্বাস্থ্যঝুঁকি এড়াতে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। বিশেষ করে ঘরের বায়ুচলাচল ঠিক রাখা এবং হিটারকে অগ্নি সুরক্ষিত স্থানে স্থাপন করা গুরুত্বপূর্ণ।
হিটার দীর্ঘসময় নীরবচ্ছিন্ন চালানো এড়িয়ে চলুন। এটি বাতাস শুকনো করে এবং শ্বাসপ্রশ্বাসে সমস্যা তৈরি করতে পারে। শিশু ও বৃদ্ধদের কাছে হিটার রাখার সময় আরও বেশি সতর্ক থাকা উচিত। এছাড়া, মাঝে মাঝে সব সরঞ্জাম ও তারের অবস্থা পরীক্ষা করা উচিত।
রুম হিটার ব্যবহার করার সময় ঘরে পর্যাপ্ত আর্দ্রতা বজায় রাখুন। পানি ভরা পাত্র বা হিউমিডিফায়ার ব্যবহার করলে বাতাসের আর্দ্রতা ঠিক থাকে এবং ত্বক ও শ্বাসপ্রণালীও রক্ষা পায়।
ডেস্ক রিপোর্ট