দেশের কিছু স্থানে দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কার কাজ ঝুলে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন মানুষজন। খানাখন্দে ভরা সড়ক, জমে থাকা কাদা-পানি আর ধুলাবালির কারণে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী, যানবাহন চালক ও শিক্ষার্থীদের।
লম্বা সময় আগে রাস্তা সংস্কারের কাজ শুরু হলেও তা এখনো শেষ হয়নি। ফলে রাস্তার অবস্থা বেহাল হয়ে পড়েছে।
বিশেষ করে স্কুলগামী শিশু, বয়স্ক মানুষ ও রোগীবাহি অ্যাম্বুলেন্স চলাচলে মারাত্মক সমস্যা দেখা দিচ্ছে। ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েছেন; ক্রেতা কমে যাওয়ায় দোকানপাটে মন্দাভাব নেমে এসেছে।
মানুষের প্রত্যাশা, দ্রুত সংস্কার কাজ শেষ করে চলাচলের উপযোগী রাস্তা ফিরিয়ে দেওয়া হোক।
ডেস্ক রিপোর্ট