রাজধানীর কলাবাগান এলাকায় এক নারীর মরদেহ ডিপ ফ্রিজ থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে কলাবাগান প্রথম লেনের একটি বাসা থেকে মুখ বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নারীর নাম তাসলিমা আক্তার। তার স্বামী নজরুল ইসলাম ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
তাসলিমার মেয়ের অভিযোগ, তার বাবা মাদকাসক্ত ছিলেন এবং নিয়মিত পারিবারিক কলহের কারণে মা–বাবার মধ্যে ঝগড়া হতো। প্রায়ই তিনি তাসলিমাকে মারধর করতেন। অভিযোগ অনুযায়ী, সোমবার রাতে মাকে হত্যার পর নজরুল লাশ ডিপ ফ্রিজে লুকিয়ে রেখে সকালে মেয়েদের বোনের বাসায় পৌঁছে দেন।
খবর পেয়ে পুলিশ বাসার তালা ভেঙে ডিপ ফ্রিজ থেকে মরদেহ উদ্ধার করে। কলাবাগান থানার ওসি মো. ফজলে আশিক জানান, নিহত নারীর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গৃহকলহের জেরেই হত্যাকাণ্ডটি ঘটেছে।
এ ঘটনায় নিহতের পরিবার কলাবাগান থানায় মামলা করেছে। তারা নজরুল ইসলামের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কলাবাগানে ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার, পলাতক স্বামী নজরুল
- আপলোড সময় : ১৪-১০-২০২৫ ১০:৫৫:৫৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৪-১০-২০২৫ ১০:৫৫:৫৩ পূর্বাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ