নেত্রকোনার কলমাকান্দা থানার পুলিশ বিশেষ অভিযানে তিনজনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে সোহেল মিয়া (৩০) নামে এক আসামির বিরুদ্ধে ১৬টি মামলা রয়েছে। অভিযানে তাদের কাছ থেকে ৩২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় গ্রেফতারকৃতদের নেত্রকোনা আদালতে পাঠানো হয়। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক আবু হানিফা ও ফেরদৌস আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় তিন মাদককারবারিকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার চানপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে সোহেল মিয়া (৩০), যার বিরুদ্ধে থানায় আরও ১৬টি মামলা রয়েছে; সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার কান্দাপাড়া গ্রামের মনির উদ্দিনের ছেলে মো. সেলিম (৫০) এবং মধ্যনগর পুরাতনপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে সৈনিক মিয়া (৩০)।
কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান জানান, সোহেল দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, ছিনতাই ও মাদক ব্যবসায় জড়িত ছিল। ইয়াবাসহ তাকে ও আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া অনুসারে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।