বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের হল ছাড়ার নির্দেশ উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে তারা কে.আর মার্কেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় হামলাকারীদের শনাক্ত ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান শিক্ষার্থীরা। তবে নিরাপত্তার কথা বিবেচনা করে অনেকে হল ছাড়তে শুরু করেছেন।
এর আগে রোববার কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ভিসিসহ একাডেমিক কাউন্সিলের প্রায় ২২৭ শিক্ষককে জয়নুল আবেদিন মিলনায়তনে অবরুদ্ধ করে রাখেন। ওই সময় আন্দোলনের মধ্যে হঠাৎ লাঠিসোটা হাতে একদল লোক শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন আহত হন। তবে হামলাকারীদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
এ ঘটনার সময় যমুনা টিভির ক্যামেরা ভাঙচুর করেন এক বহিরাগত। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে এবং শিক্ষার্থীদের সোমবার সকাল ৯টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়।
প্রায় এক মাস ধরে ভেটেরিনারি ও পশুপালন অনুষদের শিক্ষার্থীরা সমন্বিত বা কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। তাদের দাবি, দুটি অনুষদের ডিগ্রিকে একীভূত করে একটি সমন্বিত ডিগ্রি প্রদান করতে হবে। এই দাবিকে কেন্দ্র করেই দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে ক্যাম্পাসে।
হল ছাড়ার নির্দেশ অমান্য করে বিক্ষোভে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
- আপলোড সময় : ০১-০৯-২০২৫ ১১:১৮:৪১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০১-০৯-২০২৫ ১১:১৮:৪১ পূর্বাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ