ঢাকা , বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ , ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভাণ্ডারিয়ায় বিএনপির সম্মেলনে জামায়াত ও চরমোনাই পিরকে হুঁশিয়ারি আব্দুস সালাম আজাদের শিক্ষা উপদেষ্টা ড. সি. আর. আবরার: এবারের এইচএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস রোধে সরকার সর্বোচ্চ সতর্ক চার খুনের মামলায় আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির তিন দিনের রিমান্ড শ্রীনগরে যমজ সন্তানকে পানিতে ফেলে হত্যা, আদালতে মায়ের স্বীকারোক্তি সাক্ষাৎকার: মাহবুব আহমেদ সাবেক বিকল্প নির্বাহী পরিচালক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এআরএফ বৈঠকে যোগ দিতে মালয়েশিয়ায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন অস্ট্রেলিয়ায় জন্মহার কম, দক্ষ জনবল আনতে মরিয়া সরকার ১০ জুলাইয়ের কারিগরি শিক্ষা বোর্ডের সব পরীক্ষা স্থগিত সরকারি ব্যয়ে কড়াকড়ি: বন্ধ থাকবে গাড়ি কেনা, ভবন নির্মাণ ও বিদেশ সফর ঝড়ো হাওয়া ও অতিভারি বৃষ্টির আশঙ্কা, ৪ বিভাগে সতর্কতা জুলাইয়ের প্রথম ছয় দিনে রেমিট্যান্স প্রবাহে ১৫.৩৪ শতাংশ প্রবৃদ্ধি কমেছে সার্বিক ও খাদ্য মূল্যস্ফীতি: জুনে নতুন তথ্য জানাল বিবিএস কারিগরি শিক্ষার্থীরাই নতুন বাংলাদেশ গড়ার কারিগর: ড. আবরার সূচকের বড় উত্থানে সপ্তাহ শুরু পুঁজিবাজারে, ডিএসইতে লেনদেন বেড়েছে, সিএসইতে কমেছে পুতিনের বরখাস্তের পর আত্মহত্যা করলেন রাশিয়ার সাবেক পরিবহনমন্ত্রী ‘জবাবদিহি না করলে ইসরায়েলকে ভুগতে হবে’— হুঁশিয়ারি ইরানের চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম আজ বিকেলে সংবাদ সম্মেলন ডাকলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষকের জন্য সুখবর

ঐতিহাসিক পাগলা মসজিদের ওয়েবসাইট উদ্বোধন, দেশ-বিদেশ থেকে ঘরে বসেই পাগলা মসজিদে দান করার সুযোগ

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ০৬:০৫:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ০৬:০৫:২০ অপরাহ্ন
ঐতিহাসিক পাগলা মসজিদের ওয়েবসাইট উদ্বোধন, দেশ-বিদেশ থেকে ঘরে বসেই পাগলা মসজিদে দান করার সুযোগ
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের নিজস্ব ওয়েবসাইটের উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে পাগলা মসজিদের ইতিহাস, ঐতিহ্য, নামাজের সময়সহ বিভিন্ন তথ্য জানা যাবে। এছাড়া দেশ-বিদেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসে মানুষ মসজিদটিতে তার দানের টাকা পাঠাতে পারবেন।

গত শুক্রবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের সভাপতি কিশোরগঞ্জের জেলা প্রশাসক (যুগ্মসচিব) ফৌজিয়া খান মসজিদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে পাগলা মসজিদের ওয়েবসাইট (www.paglamosque.org) উদ্বোধন করেন।

এ সময় তিনি ওয়েবসাইটের মাধ্যমে পেমেন্ট গেটওয়ে বিকাশ ব্যবহার করে পাগলা মসজিদে ৫ হাজার ৪শত টাকা দান করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন পাগলা মসজিদের খতিব মাওলানা আশরাফ আলী।

এ সময় কিশোরগঞ্জের পুলিশ সুপারের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, মসজিদ কমিটির সদস্য সচিব ও কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ মিয়া, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য ও জেলা আমীর অধ্যাপক মো. রমজান আলী, আল-জামিয়াতুল ইমদাদিয়ার মুহতামিম মাওলানা শাব্বির আহমাদ রশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা সভাপতি হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার, কিশোরগঞ্জ চেম্বারের পরিচালক দিলোয়ার হোসেন দিলু, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ইকরাম হোসাইন প্রমুখসহ পাগলা মসজিদের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ জেলা শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে প্রতিষ্ঠিত ঐতিহাসিক পাগলা মসজিদ পাগলা শুধু কিশোরগঞ্জ নয় সমগ্র দেশবাসীর কাছে একটি আবেগের জায়গা।

এই মসজিদে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এসে দান করেন। মানুষের দানে উপচে পড়ে মসজিদের দানসিন্দুকগুলো। প্রতিবার দানসিন্দুকগুলো খুললেই পাওয়া যায় কয়েক কোটি টাকা। সময়ের সাথে পাল্লা দিয়ে এ মসজিদে দানের পরিমাণ বাড়ছে।

কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক স্থাপনার মধ্যে পাগলা মসজিদ অন্যতম একটি প্রতিষ্ঠান। ঐতিহাসিক এই মসজিদকে নিয়ে জেলার ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সকলেই গর্ববোধ করেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-2

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চার খুনের মামলায় আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির তিন দিনের রিমান্ড

চার খুনের মামলায় আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির তিন দিনের রিমান্ড