সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা এবং হলে অস্ত্র রাখার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২০ জন শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া একই ঘটনায় আরও ১৭ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় ১২ জন এবং হলে অস্ত্র রাখার দায়ে আটজনকে বহিষ্কার করা হয়েছে। কয়েকজনের বিরুদ্ধে দুই অভিযোগই প্রমাণিত হওয়ায় তাদেরও আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত হয়।
অন্যদিকে, ১৭ জনকে ২ থেকে ৪ সেমিস্টারের জন্য বহিষ্কার, ১৯ জনকে অভিযোগ থেকে অব্যাহতি এবং কয়েকজনকে সতর্ক করা হয়েছে।
অস্ত্র রাখার অভিযোগ থেকে খালাস পাওয়া শিক্ষার্থীদের বিষয়ে প্রক্টর বলেন, “কিছু শিক্ষার্থী একই রুমে ভর্তি থাকলেও অন্য রুমে থেকেছে। তাই যাচাই-বাছাই করে দেখা গেছে, সবার বিরুদ্ধে প্রমাণ পর্যাপ্ত নয়। এ কারণে সাময়িক বহিষ্কার না করে তাদের খালাস দেওয়া হয়েছে।”
এর আগে জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা দেখা দেয়। প্রশাসনের এই কঠোর পদক্ষেপকে অনেকে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার অংশ হিসেবে দেখছেন।