বইমেলার আয়োজনের সঙ্গে সঙ্গতি রেখে ইসলামিক সংস্কৃতিকে তুলে ধরার লক্ষ্যে এই নাশিদ সন্ধ্যার আয়োজন করা হয়েছে। গতকাল মাগরিবের নামাজের পর আনুষ্ঠানিকভাবে শুরু হয় প্রথম দিনের পরিবেশনা। দেশের বিভিন্ন স্থান থেকে আগত দর্শনার্থী ও ধর্মপ্রাণ মানুষরা এতে অংশ নেন। ইসলামী ঐতিহ্যের প্রতি সম্মান রেখে সম্পূর্ণ নিরপেক্ষ ও সুশৃঙ্খল পরিবেশে এই অনুষ্ঠান পরিচালনার উদ্যোগ নিয়েছে বাস্তবায়ন কমিটি।
এই ৫ দিনের আয়োজনে দেশবরেণ্য নাশিদ শিল্পীরা ইসলামিক সংগীত পরিবেশন করবেন। প্রথম তিন দিন (২৫, ২৬ ও ২৭ সেপ্টেম্বর) টানা পরিবেশনা চলবে। এরপর বিরতি দিয়ে দ্বিতীয় দফায় আগামী ২ ও ৩ অক্টোবর নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হবে। কর্তৃপক্ষের আশা, এই সাংস্কৃতিক আয়োজনটি বইমেলার প্রতি মানুষের আগ্রহ আরও বাড়াতে সাহায্য করবে এবং এর মাধ্যমে নতুন প্রজন্মের কাছে ইসলামিক সংগীতের বার্তা পৌঁছে যাবে।