গতকাল (৩০ অক্টোবর) নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়ালকে সাংবাদিক সৃঞ্জয় প্রশ্ন করেন, জাকির নায়েক আগামী মাসে বাংলাদেশ সফরে আসছেন বলে খবর পাওয়া যাচ্ছে—এ পরিস্থিতিতে ভারত সরকার কি বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করেছে নায়েককে ফিরিয়ে আনার বিষয়ে?
উত্তরে জয়সওয়াল বলেন, জাকির নায়েক ভারতের আদালতে পলাতক আসামি এবং তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তিনি ওয়ান্টেড তালিকাভুক্ত। মুখপাত্র আরও যোগ করেন, “আমরা আশা করি, তিনি যেখানেই যান না কেন, সংশ্লিষ্ট দেশ তাঁর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেবে এবং আমাদের নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগগুলো গুরুত্বসহকারে বিবেচনা করবে।”
জাকির নায়েক বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন বলে জানা গেছে, এবং তাঁর বিভিন্ন দেশে ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ইতিপূর্বেও বিতর্ক হয়েছে। ভারত সরকার তাঁকে মানি লন্ডারিং ও উগ্রপন্থা ছড়ানোর অভিযোগে খুঁজছে। এই প্রেক্ষিতে সাংবাদিকের প্রশ্নের উত্তরে রনধীর জয়সওয়ালের বক্তব্যকে দিল্লির নীতিগত অবস্থান পুনঃনিশ্চিতকরণ হিসেবে দেখা হচ্ছে।
ডেস্ক রিপোর্ট