বাইতুল মোকাররমে ইসলামী বইমেলায় ৫ দিনের নাশিদ সন্ধ্যা শুরু

আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ০৯:৫৬:০৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ০৯:৫৬:০৮ পূর্বাহ্ন
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব চত্বরে শুরু হয়েছে ৫ দিনব্যাপী নাশিদ সন্ধ্যা। আন্তর্জাতিক ইসলামি বইমেলা ২০২৫ উপলক্ষে আয়োজিত এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানটি গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) প্রথম দিনের মতো শুরু হয়। বইমেলার বাস্তবায়ন উপ-কমিটির উদ্যোগে আয়োজিত এই নাশিদ পরিবেশনা চলবে ২৫, ২৬, ২৭ সেপ্টেম্বর এবং বিরতির পর ২ ও ৩ অক্টোবর, প্রতিদিন মাগরিবের নামাজের পর থেকে।
বইমেলার আয়োজনের সঙ্গে সঙ্গতি রেখে ইসলামিক সংস্কৃতিকে তুলে ধরার লক্ষ্যে এই নাশিদ সন্ধ্যার আয়োজন করা হয়েছে। গতকাল মাগরিবের নামাজের পর আনুষ্ঠানিকভাবে শুরু হয় প্রথম দিনের পরিবেশনা। দেশের বিভিন্ন স্থান থেকে আগত দর্শনার্থী ও ধর্মপ্রাণ মানুষরা এতে অংশ নেন। ইসলামী ঐতিহ্যের প্রতি সম্মান রেখে সম্পূর্ণ নিরপেক্ষ ও সুশৃঙ্খল পরিবেশে এই অনুষ্ঠান পরিচালনার উদ্যোগ নিয়েছে বাস্তবায়ন কমিটি।
এই ৫ দিনের আয়োজনে দেশবরেণ্য নাশিদ শিল্পীরা ইসলামিক সংগীত পরিবেশন করবেন। প্রথম তিন দিন (২৫, ২৬ ও ২৭ সেপ্টেম্বর) টানা পরিবেশনা চলবে। এরপর বিরতি দিয়ে দ্বিতীয় দফায় আগামী ২ ও ৩ অক্টোবর নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হবে। কর্তৃপক্ষের আশা, এই সাংস্কৃতিক আয়োজনটি বইমেলার প্রতি মানুষের আগ্রহ আরও বাড়াতে সাহায্য করবে এবং এর মাধ্যমে নতুন প্রজন্মের কাছে ইসলামিক সংগীতের বার্তা পৌঁছে যাবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]