পেরুর দক্ষিণাঞ্চলীয় আরেকুইপা অঞ্চলে একটি বাস খাদে পড়ে কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
বুধবার (১২ নভেম্বর) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, আরেকুইপার ওকোনা জেলার পানামেরিকানা সুর হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনাস্থলে উপস্থিত দমকলকর্মীদের উদ্ধৃতি দিয়ে আরেকুইপার আঞ্চলিক স্বাস্থ্যপ্রধান ওয়ালথার ওপোর্তো বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৩৬ জন মারা গেছেন এবং হাসপাতালে মৃত্যু হয়েছে আরও একজনের।
ওপোর্তো এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, বাসটি একটি ভ্যানকে ধাক্কা দেয় এবং রাস্তা থেকে উল্টে গিয়ে একটি খাদে পড়ে।আরেকুইপা সরকার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, আহত ২৬ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে, যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
এতে আরও বলা হয়েছে, হাইওয়ে টহলের এক অনানুষ্ঠানিক প্রতিবেদনে ১৬ জনের মৃত্যুর বিষয় নিশ্চিত করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট