আহত ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম চাকলাদার (৪৮)। তিনি জানান, টিএসসি এলাকা দিয়ে আজিমপুরের বাসায় ফেরার পথে কে বা কারা ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণের সময় স্প্লিন্টারের আঘাতে তাঁর পিঠে আঘাত লাগে। পরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক নয়, তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলের মালিক নাজমুস সাকিব জানান, তিনি ফুটপাতে বসে চা খাচ্ছিলেন, হঠাৎ একটি ককটেল এসে পড়ে তাঁর মোটরসাইকেলে। এতে তেলের ট্যাংক নষ্ট হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন, সোহরাওয়ার্দী উদ্যানের পাশ থেকে টিএসসিতে চলমান প্রামাণ্যচিত্র প্রদর্শনীকে লক্ষ্য করে ককটেলগুলো নিক্ষেপ করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সোহরাওয়ার্দী উদ্যান থেকে ককটেল নিক্ষেপ করা হয়েছে। প্রক্টোরিয়াল টিম ও পুলিশ ঘটনাস্থলে রয়েছে। সিসিটিভি ফুটেজ যাচাই চলছে।”
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, “বাংলা একাডেমির গেটের কাছে ককটেল বিস্ফোরণ হয়। দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
ডেস্ক রিপোর্ট