ঢাকার নবাবগঞ্জ উপজেলার পাড়াগ্রাম বাজার এলাকায় পানিতে ডুবে ইউছূফ (বয়স দেড় বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। ইউছূফ উপজেলার কৈলাইল ইউনিয়নের পাড়াগ্রাম এলাকার বিল্লাল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে ছোট্ট ইউছূফ বাড়ির উঠানে খেলা করছিল। পরিবারের অজান্তে সে বাড়ির পাশের একটি ডোবার পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর ডোবায় ভাসতে দেখে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়। পরে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক শিশু ইউছূফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেস্ক রিপোর্ট