সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বুড়দেও গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—ইয়ামিন (৩), বাবা রফিকুল ইসলাম এবং মীম (৩), বাবা মোহাম্মদ আলী। তারা দুজনই একই গ্রামের বাসিন্দা।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ জানান, খেলতে গিয়ে অসাবধানতাবশত শিশু দুটি নদীতে পড়ে যায় এবং সেখানেই তাদের মৃত্যু হয়। শনিবার তাদের দাফন সম্পন্ন হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।