গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিশেষ অভিযানে ট্যাপেন্টাডল নামের নেশাজাতীয় ট্যাবলেটসহ পিতা ও পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আরও একজন অভিযুক্ত পালিয়ে গেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (দিবাগত রাতে) গোপন সংবাদের ভিত্তিতে সাপমারা ইউনিয়নের কৌচা কৃষ্ণপুর গ্রামের ফুয়াদ হাসানের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। ট্যাবলেট বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে বাড়ির মালিক ফুয়াদ হাসান (২৭) ও তার পিতা ইদ্রীস আলীকে (৪৭) আটক করা হয়। তবে অভিযানে বাহাদুর নামে আরও এক ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে আদালতে হাজির করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।