ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে টিএসসিতে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে অব্যাহত রয়েছে। নির্বাচন চলাকালীন প্রক্রিয়া থেমে গেছে—এমন গুজব ছড়িয়ে পড়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রার্থী ও ভোটারদের তাতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভোট প্রদানের প্রক্রিয়া স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব ধরনের বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে সতর্ক আছে। নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করতে প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য সবাইকে ভরসা রাখতে এবং দায়িত্বশীলভাবে ভোট প্রদান কার্যক্রমে অংশ নিতে অনুরোধ জানানো হয়েছে।