ঢাকা , মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫ , ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডাকসু ও হল সংসদ নির্বাচন আজ: শাহবাগসহ রাজধানীর কয়েকটি সড়ক বন্ধ থাকবে ঢাবির ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট আগামীকাল ভারত ও ইজরায়েল স্বাক্ষর করল দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি হায়দরাবাদের ঐতিহ্যবাহী মসজিদে রোহিঙ্গা আশ্রয় নিয়ে বিতর্ক ট্রাম্পের শেষ সতর্কবার্তা: হামাসও যুদ্ধবিরতি মানুক নেপালে জেন-জি বিক্ষোভ: নিহত বেড়ে ১৯, কারফিউ বাড়লো নেপালে জেনারেশন জেড বিক্ষোভে রক্তক্ষয়ী সহিংসতা: স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ! ইরান-ইরাক সম্পর্ক ভ্রাতৃত্বের বন্ধনে দৃঢ়: প্রেসিডেন্ট পেজেশকিয়ান ইরান-আইএইএ আলোচনায় অগ্রগতি: ইতিবাচক সুরে তেহরান নেপালে ফেসবুক-ইউটিউব নিষিদ্ধে জেনজিদের রক্তাক্ত বিক্ষোভ, নিহত ১৪ কঙ্গো-চীনের মধ্যে ২৩ বিলিয়ন ডলারের তেল ও গ্যাস চুক্তি সিরিয়ায় রেকর্ড পরিমাণ ক্যাপ্টাগন জব্দ, গ্রেপ্তার ডাকাতচক্র সাবেক শিনবেত প্রধানের বিরুদ্ধে শিশু অপহরণের চাঞ্চল্যকর অভিযোগ ১০ বিলিয়ন পাউন্ডের প্রতিরক্ষা চুক্তি: যুক্তরাজ্য-নরওয়ের যৌথ নৌবহর গঠনের ঘোষণা ইসরায়েলি সেনাবাহিনীতে রিজার্ভ সংকট ও সরঞ্জামের ঘাটতি খাদ্য সংকটে নাইজেরিয়াকে যুক্তরাষ্ট্রের ৩২.৫ মিলিয়ন ডলার সহায়তা ইসরায়েলের ডিমোনা পারমাণবিক কেন্দ্রে রহস্যময় নতুন স্থাপনা সৌদিতে চীনা লেজার প্রতিরক্ষা মোতায়েন, ড্রোন ঠেকাতে নতুন কৌশল লাতিন আমেরিকায় মাদকবিরোধী দীর্ঘমেয়াদি অভিযানে যুক্তরাষ্ট্র ড্রোন প্রযুক্তিতে তাইওয়ান–ইউক্রেন–পোল্যান্ডের চুক্তি

ট্রাম্পের শেষ সতর্কবার্তা: হামাসও যুদ্ধবিরতি মানুক

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ১০:০১:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ১০:০১:৫২ অপরাহ্ন
ট্রাম্পের শেষ সতর্কবার্তা: হামাসও যুদ্ধবিরতি মানুক ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার (৭ সেপ্টেম্বর) বলেন, ইসরায়েল তার নির্ধারিত শর্ত মেনে নিয়েছে এবং এখন হামাসেরও যুদ্ধবিরতি শর্ত মানার সময় এসেছে। তিনি সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে সতর্কবার্তা দিয়েছেন, এটি তার শেষবারের সতর্কবার্তা বলে উল্লেখ করেছেন। ট্রাম্প আরও বলেন, “আমি আগেও হামাসকে পরিণতি সম্পর্কে সতর্ক করেছি।”
 
ট্রাম্পের এই মন্তব্যের কিছুক্ষণ পর হামাস জানায়, তারা যুক্তরাষ্ট্রের প্রস্তাবের ভিত্তিতে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, হোয়াইট হাউজের বিশেষ দূত স্টিভ উইটকফ গত সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির নতুন প্রস্তাব হামাসের কাছে পৌঁছে দিয়েছেন। তবে প্রস্তাবের বিস্তারিত প্রকাশ করা হয়নি।
 
রোববার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমাদের কিছু খুব ভালো আলোচনা হয়েছে। ভালো কিছু ঘটতে পারে। খুব শিগ্রই গাজা নিয়ে একটি চুক্তি হতে পারে।” এর আগে গত মার্চেও তিনি হামাসকে একই ধরনের চূড়ান্ত আল্টিমেটাম দিয়েছিলেন। সে সময় তিনি জানিয়েছিলেন, সব জীবিত জিম্মিকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং নিহতদের দেহাবশেষ ফেরত দিতে হবে, না হলে “সব শেষ।”
 
ইসরায়েলের নাগরিক সংগঠন ‘হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম’ ট্রাম্পের হস্তক্ষেপকে “একটি সত্যিকারের অগ্রগতি” হিসেবে স্বাগত জানিয়েছে।
 
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে মোট ২৫১ জনকে জিম্মি করেছিল। এদের মধ্যে এখনও ৪৭ জন গাজায় আটক রয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তাদের মধ্যে ২৫ জন নিহত হয়েছে এবং তাদের দেহাবশেষ ফেরত চাইছে।
 
এদিকে, ইসরায়েলের তীব্র আগ্রাসনে গাজার মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। শনিবার শত শত মানুষ ইসরায়েলের রাস্তায় নেমে সরকারের কাছে গাজা সিটি দখলের অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, ওই শহরেই এখনও জিম্মিদের রাখা হতে পারে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাবির ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট আগামীকাল

ঢাবির ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট আগামীকাল