নিষেধাজ্ঞার পর দেশজুড়ে তরুণরা বিক্ষোভে ফেটে পড়ে। রাজধানী কাঠমান্ডুতে পার্লামেন্ট ভবনে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে। এ ঘটনায় অন্তত ১৪ জন নিহত এবং ৮০ জনের বেশি আহত হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
বিক্ষোভ নিয়ন্ত্রণে আজ দুপুর থেকে কাঠমান্ডুতে কারফিউ জারি করা হয়েছে। তবে বেশ কয়েকটি এলাকায় কারফিউ অমান্য করে আন্দোলন চলছে, ফলে উত্তেজনা অব্যাহত রয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
সূত্র: আনাদোলু এজেন্সি