নেপালে ফেসবুক-ইউটিউব নিষিদ্ধে জেনজিদের রক্তাক্ত বিক্ষোভ, নিহত ১৪

আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ০৮:১৭:১১ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ০৮:১৭:১১ অপরাহ্ন
নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের সিদ্ধান্তকে কেন্দ্র করে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সরকার নতুন নিয়মে সকল প্ল্যাটফর্মকে বাধ্যতামূলক নিবন্ধনের শর্ত দেয়। এই শর্ত মানতে ব্যর্থ হওয়ায় ফেসবুক, ইউটিউব, এক্স (সাবেক টুইটার)সহ ২৬টি প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হয়। টিকটক ও ভাইবার নিবন্ধন সম্পন্ন করায় এগুলো এখনও চালু রয়েছে।
 
নিষেধাজ্ঞার পর দেশজুড়ে তরুণরা বিক্ষোভে ফেটে পড়ে। রাজধানী কাঠমান্ডুতে পার্লামেন্ট ভবনে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে। এ ঘটনায় অন্তত ১৪ জন নিহত এবং ৮০ জনের বেশি আহত হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
 
বিক্ষোভ নিয়ন্ত্রণে আজ দুপুর থেকে কাঠমান্ডুতে কারফিউ জারি করা হয়েছে। তবে বেশ কয়েকটি এলাকায় কারফিউ অমান্য করে আন্দোলন চলছে, ফলে উত্তেজনা অব্যাহত রয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]