১৬ বছর পর প্রাথমিক স্তরে পুনরায় বৃত্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মাঝামাঝি সময়ে দেশের ১৫০টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে মিড-ডে মিল কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার।
রোববার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। এ সময় তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে বছরে মাত্র ১৮০ দিন ক্লাস পরিচালিত হয়, অথচ শিক্ষকদের বহির্ভূত কাজে যুক্ত রাখা হয়, যা শিক্ষা ব্যবস্থার মানের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এজন্য শিক্ষা ক্যালেন্ডারে ছুটির সংখ্যা কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিধান রঞ্জন রায় পোদ্দার আরও জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্যমতে দেশে ৭ বছর বা তদূর্ধ্ব বয়সী জনগোষ্ঠীর সাক্ষরতার হার দাঁড়িয়েছে ৭৭ দশমিক ৯ শতাংশ। তবুও ২২ দশমিক ১ শতাংশ মানুষ এখনো নিরক্ষর। এই জনগোষ্ঠীর একটি বড় অংশ কখনো বিদ্যালয়ে ভর্তি হয়নি অথবা ভর্তি হলেও প্রাথমিক স্তর শেষ করতে পারেনি।
শিক্ষকদের পদোন্নতি প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে বিভিন্ন মামলার কারণে বহু শিক্ষক পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন। বর্তমানে প্রায় ৩২ হাজার শিক্ষক প্রধান শিক্ষক পদে উন্নীত হওয়ার অপেক্ষায় রয়েছেন। এ পদোন্নতি সম্পন্ন হলে নতুন কর্মপদ সৃষ্টির সুযোগ তৈরি হবে, যা প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।