ধর্মীয় শিক্ষা বিস্তারের লক্ষ্যে যেকোনো বয়সে দাখিল পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে বয়সের বিষয়টি শিথিল করার সম্ভাবনা তৈরি হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে নিজের ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে তিনি এ তথ্য জানান।
এই সিদ্ধান্তের ফলে প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা কাটিয়ে ধর্মীয় শিক্ষার পথ আরও উন্মুক্ত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। শিক্ষার্থীরা প্রাইভেট প্রার্থী হিসেবে দাখিল পরীক্ষায় অংশ নিতে পারলে ইসলামী শিক্ষা গ্রহণের সুযোগ অবারিত হবে এবং ধর্মীয় শিক্ষায় আগ্রহী বহু মানুষ এই পথচলায় নতুন করে যুক্ত হতে পারবেন।
ডেস্ক রিপোর্ট