ডিফেন্স ব্লগের তথ্য অনুযায়ী, এসব উন্নত লেজার সিস্টেম সৌদির আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে যুক্ত করা হয়েছে। এই প্রযুক্তি শত্রুপক্ষের ড্রোনকে দ্রুত নিষ্ক্রিয় করার ক্ষমতা রাখে, যা আধুনিক যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত।
তবে বাস্তব চ্যালেঞ্জও সামনে এসেছে। কঠোর মরুভূমির ধুলা ও বালু সিস্টেমের অপটিক্সে প্রভাব ফেলছে, যার ফলে কার্যকারিতা সীমিত হয়ে পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশগত সমস্যাগুলো সমাধান না হলে সিস্টেমের পূর্ণ সম্ভাবনা কাজে লাগানো কঠিন হবে।