ডংফেং-৫সি ক্ষেপণাস্ত্রে ছয়টি পৃথক ওয়ারহেড যুক্ত রয়েছে, প্রতিটির ক্ষমতা প্রায় ৬৫ কিলোটন। এতে রয়েছে নিজস্বভাবে পরিচালনাযোগ্য একাধিক ওয়ারহেড (MIRV) প্রযুক্তি, যা একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
এটির পাল্লা প্রায় ১৩,০০০ কিলোমিটার, যার ফলে যুক্তরাষ্ট্রের সমগ্র ভূখণ্ড ছাড়াও ন্যাটো জোটভুক্ত দেশ ও এশিয়ার বিভিন্ন রাষ্ট্রকেও লক্ষ্যবস্তুতে পরিণত করা সম্ভব।