নেপালে দুর্নীতিবিরোধী আন্দোলন তীব্র আকার ধারণ করলেও ভারতে যেন একই পরিস্থিতি সৃষ্টি না হয়—এ বিষয়ে সতর্ক করেছেন শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) দলের সাংসদ সঞ্জয় রাউত। বুধবার (১০ সেপ্টেম্বর) এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, নেপালে দুর্নীতি, একনায়কতন্ত্র ও স্বজনপ্রীতির বিরুদ্ধে যে ক্ষোভ বিস্ফোরিত হয়েছে, তার স্ফুলিঙ্গ ভারতে পৌঁছাতেও পারে। তবে সহিংসতা না হওয়ার কারণ হিসেবে তিনি ভারতীয়দের মহাত্মা গান্ধীর অহিংস আদর্শে বিশ্বাসকেই বড় করে দেখেন।
নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে রাউত বলেন, গান্ধীর আদর্শের কারণেই সরকার টিকে আছে, যতই তাঁর সমালোচনা করা হোক না কেন। তাঁর ভাষ্য, প্রধানমন্ত্রী ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেন মানে এখনও দেশে দারিদ্র্য বিদ্যমান। নেপালেও একই পরিস্থিতি ছিল। ভারতে এমন অবস্থা তৈরি হয়েছে যে, কেউ বিদেশে বসে সম্পদ করছে, কেউ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হচ্ছে—অন্যদিকে সাধারণ মানুষ কষ্টে আছে।
এ সময় তিনি ভারতের পররাষ্ট্রনীতিরও সমালোচনা করেন। বলেন, নেপাল একসময় ভারতের ঘনিষ্ঠ বন্ধু ছিল এবং দেশটিকে বড় ভাই মনে করত। কিন্তু সংকটের সময় ভারত সহায়তার হাত বাড়ায়নি, যা পররাষ্ট্রনীতির ব্যর্থতার দৃষ্টান্ত। তাঁর মতে, দেশে বেকারত্ব ও নানা সমস্যায় যুবসমাজ নীরব রয়েছে, তবে নেপালের ঘটনার মতো স্ফুলিঙ্গ ভারতে দেখা দিলে তা বড় আকার নিতে পারে।
রাউত বার্তা সংস্থা এএনআইকে বলেন, “ভারত আজ পর্যন্ত টিকে আছে কারণ মহাত্মা গান্ধী এখানে জন্মেছিলেন এবং মানুষ এখনও তাঁর আদর্শে বিশ্বাস করে। সেই বিশ্বাসের কারণেই এ দেশের শাসকরা ক্ষমতায় থাকতে পেরেছেন।”