ফজলুল হক মুসলিম হলের ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে ফলাফল প্রকাশের পর হলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
ঘোষিত ফলাফলে দেখা যায়,
ভিপি:
সাদিক কায়েম পেয়েছেন ৮৪১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুল পেয়েছেন ১৮১ ভোট।
ভিপি:
সাদিক কায়েম পেয়েছেন ৮৪১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুল পেয়েছেন ১৮১ ভোট।
জিএস:
ফরহাদ ৫৮৯ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার প্রতিদ্বন্দ্বী আবু বাকের ৩৪১, হামিম ২২৮, আরাফাত ৮৪ এবং সাবিনা ৬ ভোট পেয়েছেন।
ফরহাদ ৫৮৯ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার প্রতিদ্বন্দ্বী আবু বাকের ৩৪১, হামিম ২২৮, আরাফাত ৮৪ এবং সাবিনা ৬ ভোট পেয়েছেন।
এজিএস:
মহিউদ্দিন খান সর্বোচ্চ ৭০৫ ভোট পান। এ ছাড়া মায়েদ ১৮৮, জুবেল ৪৫ এবং আশরেফা ৩৫ ভোট পেয়েছেন।
মহিউদ্দিন খান সর্বোচ্চ ৭০৫ ভোট পান। এ ছাড়া মায়েদ ১৮৮, জুবেল ৪৫ এবং আশরেফা ৩৫ ভোট পেয়েছেন।
সুফিয়া কামাল হলের ফলাফল:
ভিপিঃ
সাদিক কায়েম ১২৭০, আবিদ ৪২৩, উমামা ৫৪৭
জিএসঃ
ফরহাদ ৯৬৪, মেঘ মাল্লা ৫০৭, হামিম ৪০২
এজিএসঃ
মহিউদ্দিন ১১৩৫, মায়েদ ৩৯৭
কার্জন হল কেন্দ্র (একুশে হল) কেন্দ্রীয় সংসদ:
কার্জন হল কেন্দ্র (একুশে হল) কেন্দ্রীয় সংসদ:
কাদের ৩৬, উমামা ফাতেমা ৯০, জালাল ০, জামিল খালিদ ১৭, ইয়ামিন মোল্লা ১, আবিদুল ইসলাম খান ১৪১, সাদিক কায়েম ৬৪৪, ইমি ০
জিএস (একুশে হল):
এস এম ফরহাদ ৪৬৬, মেঘ মল্লার বসু ৮৬, আবু বাকের ১৮৭, মাহিন সরকার ৩, হামিম ১৮০
এজিএস (একুশে হল):
মায়েদ ১৪১, তাহমিদ ১০১, এ্যানি ৮, মহিউদ্দিন খান ৫২১, জুবেল ২৪, হাসিব ১২, অদিতি ১০
ঘোষিত ফলাফল অনুযায়ী জিয়া হলে নির্বাচিত হয়েছেন-
ঘোষিত ফলাফল অনুযায়ী জিয়া হলে নির্বাচিত হয়েছেন-
ভিপিঃ
সাদিক কায়েম ৮৪১, আবিদুল ১৮১, উমামা ১৫৩, শামীম ১৪১, আব্দুল কাদের ৪৭
জিএসঃ
ফরহাদ- ৫৮৯, আবু বাকের- ৩৪১, হামিম- ২২৮
এজিএসঃ
মহিউদ্দিন খান- ৭০৫, মায়েদ- ১৮৮, আশরেফা- ৩৫
ঘোষিত ফলাফল অনুযায়ী শামসুন্নাহার হলে নির্বাচিত হয়েছেন-
ঘোষিত ফলাফল অনুযায়ী শামসুন্নাহার হলে নির্বাচিত হয়েছেন-
ভিপিঃ
সাদিক কায়েম- ১১১৪, আবিদ- ৪৩৪, শামিম- ৪১২, উমামা- ৪০৩, কাদের- ৫৯, ইয়ামিন মোল্লা- ৪
জিএসঃ
ফরহাদ ৮১৪, মেঘ মাল্লার- ৫১৭, হামিম- ৩১২
এজিএসঃ
মহিউদ্দিন- ৯০৫, মায়েদ- ৩৩৬
ঘোষিত ফলাফল অনুযায়ী শহিদুল্লাহ হলে নির্বাচিত হয়েছেন-
ঘোষিত ফলাফল অনুযায়ী শহিদুল্লাহ হলে নির্বাচিত হয়েছেন-
ভিপিঃ
সাদিক- ৯৬৬, আবিদ- ১৯৯, উমামা- ১৪০, আব্দুল কাদের- ৫৬
জিএসঃ
ফরহাদ- ৭৭৩, হামিম- ২৪৯, বাকের- ২৪১, মেঘমল্লার- ১২৫
এজিএসঃ
মহিউদ্দিন- ৮৪৪, মায়েদ- ১৭৯
ফলাফল ঘোষণার পর নির্বাচিত প্রার্থীদের কর্মী ও সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করেন।