রাজধানীতে ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ে সংঘবদ্ধ ডাকাতি কার্যক্রমে জড়িত সন্দেহে সাত জনকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে পরিচালিত এ অভিযানে তাদের কাছ থেকে একটি প্রাইভেট কার, হ্যান্ডকাফ, ওয়াকিটকি ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে শাহবাগসহ রাজধানীর কয়েকটি এলাকায় ডিবি পরিচয়ে ডাকাতির অভিযোগ বাড়ছিল। এসব ঘটনায় তদন্তে নেমে আইনশৃঙ্খলা বাহিনী জানতে পারে, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা মূলত টার্গেট করা ব্যক্তিদের অনুসরণ করত এবং সুবিধাজনক সময়ে নিজেদের ডিবি সদস্য পরিচয় দিয়ে গাড়িতে তুলে নেয়। এরপর ভুক্তভোগীদের কাছ থেকে মূল্যবান সামগ্রী, টাকা-পয়সা ও মোবাইল ছিনিয়ে নিত।
গোপন সংবাদের ভিত্তিতে পাওয়া তথ্যে জানা যায়, চক্রটি নতুন করে আরেকটি ডাকাতির পরিকল্পনা করছিল। সে অনুযায়ী অভিযানে নেমে সাতজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরেই এ ধরনের অপরাধে জড়িত। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।