মালয়েশিয়ার পাহাং প্রদেশে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি শ্রমিক প্রাণ হারিয়েছেন। রবিবার স্থানীয় সময় সকালে কুয়ানতানের কুয়ালা লিপিস এলাকায় টয়োটা হাইলাক্স গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতদের পরিচয় নিশ্চিত করেছে দেশটির পুলিশ।
কুয়ালা লিপিসের পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট ইসমাইল মান জানান, উল্টে যাওয়া গাড়িটি দুই বাংলাদেশি শ্রমিককে চাপা দিলে তারা গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহতরা হলেন মো. শামীম রেজা ও তুহিন আলী। তারা বাগান শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, দুর্ঘটনার সময় তারা কর্মস্থল থেকে আবাসস্থল কাম্পুং তানজুং গাহাইতে ফেরার পথে ছিলেন। কীভাবে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।