ঢাকা , শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ , ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা মেডিকেলে আহত বুয়েট শিক্ষার্থীকে দেখতে প্রধান উপদেষ্টার দুই সহকারীর পরিদর্শন সরকার উৎখাতের ষড়যন্ত্র মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জন কারাগারে গুম প্রতিরোধে কঠোর শাস্তির বিধানসহ খসড়া অধ্যাদেশের নীতিগত অনুমোদন তরুণদের হাতেই রাজনীতির ভবিষ্যৎ পুনর্গঠন: পররাষ্ট্র উপদেষ্টা জাপা সংঘর্ষে আহত রাশেদ খানসহ আটজন ঢামেকে চিকিৎসাধীন জাতীয় পার্টি কার্যালয়ের সামনে সংঘর্ষে আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুর ডিএমপির এআই-ছবি দাবি ঘিরে বিতর্ক, ফ্যাক্ট-চেকারে ভিন্ন তথ্য দেশে সার সংকট নেই, ডিসেম্বর পর্যন্ত পর্যাপ্ত মজুত: কৃষি সচিব রাজশাহী মেডিকেলে বিনামূল্যে মিলল ১৭ কোটি টাকার জীবনরক্ষাকারী অ্যালটেপ্লেজ ইনজেকশন ২৬৮ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিল সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে ধূমপান ও নেশাজাত দ্রব্য সম্পূর্ণ নিষিদ্ধ করল শিক্ষা মন্ত্রণালয় ইরান দূতাবাসের ডেইলি টেলিগ্রাফ প্রতিবেদন প্রত্যাখ্যান রাশিয়া-ইরান বৈঠক ও ইউক্রেন, আফগান বিদ্যুৎ সহযোগিতায় আলোচনার পরিপ্রেক্ষিত হিজামা থেরাপি: প্রাচীন চিকিৎসার আধুনিক পথে ট্রাম্পের দাবি: মোদিকে ফোন করে থামিয়েছি ভারত-পাকিস্তান সংঘাত ২০২৬ সালের এসএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে, অনিয়মিতদের জন্য পূর্ণাঙ্গ পাঠ্যসূচি উচ্চশিক্ষার মানোন্নয়নে হিট প্রকল্পে ৪৩ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউজিসির চুক্তি প্রতিকূল পরিবেশে টিকে থাকবে নতুন ছয় ধানের জাত, খাদ্য উৎপাদনে বড় পরিবর্তনের আশা কেঁচো সার উৎপাদনে সফল উদ্যোক্তা কবিতা রানী, বদলে গেছে ভাগ্যের চাকা জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ জয় করে টেকসই কৃষির পথে বাংলাদেশ

পুত্রা মসজিদ: মালয়েশিয়ার আধুনিক ইসলামী স্থাপত্যের মহিমান্বিত নিদর্শন

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ০৯:৩০:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ০৯:৩০:৫০ পূর্বাহ্ন
পুত্রা মসজিদ: মালয়েশিয়ার আধুনিক ইসলামী স্থাপত্যের মহিমান্বিত নিদর্শন পুত্রা মসজিদ, মালয়েশিয়া। সংগৃহীত ছবি

মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ার কেন্দ্রে দাঁড়িয়ে থাকা পুত্রা মসজিদ দেশটির অন্যতম আধুনিক ইসলামী স্থাপত্যকীর্তি হিসেবে পরিচিত। রাজধানী কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র ২০ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই মসজিদটি দেশের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের পাশাপাশি পর্যটকদের কাছেও বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। গোলাপি গ্রানাইটে নির্মিত গম্বুজ ও আকাশছোঁয়া মিনার ঘেরা স্থাপনাটি দিন ও রাতের ভিন্ন ভিন্ন আবহে দর্শনার্থীদের মুগ্ধ করে।
 

পুত্রা মসজিদের নির্মাণকাজ শুরু হয়েছিল ১৯৯৭ সালে এবং মাত্র দুই বছরের মধ্যেই এটি সম্পন্ন হয়। ১৯৯৯ সালের সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলে মসজিদটি মালয়েশিয়ার জাতীয় গর্বে পরিণত হয়। প্রায় ২৫০ মিলিয়ন মালয়েশিয়ান রিংগিত ব্যয়ে নির্মিত এই প্রকল্পের স্থাপত্যশৈলীতে মালয়েশিয়ান, পারসিয়ান ও আরব-ইসলামিক ধারা মিলেমিশে গেছে। বিশেষভাবে নজরকাড়া প্রধান গম্বুজটির উচ্চতা প্রায় ১৬০ ফুট, আর সঙ্গে থাকা মিনারটি ৩৮১ ফুট উঁচু—যা দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ মিনার।
 

স্থাপনাটির নকশায় প্রাচীন পারস্যের পাবলিক বিল্ডিং গেটের আদল ব্যবহার করা হয়েছে, আর অভ্যন্তরে প্রতিফলিত হয়েছে স্থানীয় কারুশিল্প ও দেশীয় উপকরণের নিখুঁত সংমিশ্রণ। মসজিদটি তিনটি মূল অংশে বিভক্ত—প্রধান নামাজ কক্ষ, প্রাঙ্গণ (সাহান) এবং শিক্ষা ও সামাজিক কার্যক্রমের জন্য পৃথক কক্ষ। নামাজ কক্ষে একসঙ্গে প্রায় ১৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন, আর প্রাঙ্গণে প্রায় পাঁচ হাজার মানুষ সমবেত হওয়ার সুযোগ পান।
 

প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মসজিদটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে। তবে নামাজের সময়ে অমুসলিম পর্যটকদের প্রবেশে সীমাবদ্ধতা আরোপ করা হয়। দর্শনার্থীদের জন্য ধূমপান নিষিদ্ধ রাখা হয়েছে এবং নারী পর্যটকদের জন্য বিশেষ পোশাক ও মাথা ঢাকার ব্যবস্থা প্রবেশদ্বার থেকেই দেওয়া হয়।
 

পুত্রা মসজিদের আরেকটি বিশেষ আকর্ষণ হলো এর রাতের সৌন্দর্য। রঙিন আলোকসজ্জায় গম্বুজ ও মিনারের প্রতিচ্ছবি যখন পাশের লেকের জলে প্রতিফলিত হয়, তখন পুরো পরিবেশ যেন স্বপ্নময় আবহ তৈরি করে। মসজিদের সামনে মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যের পতাকা দোলায়িত হতে দেখা যায়, যা স্থাপনাটির মর্যাদাকে আরও বর্ধিত করে।
 

শুধু নামাজের স্থান হিসেবেই নয়, পুত্রা মসজিদ আজ মালয়েশিয়ার জাতীয় পরিচয়ের অংশ এবং আধুনিক ইসলামী স্থাপত্যের এক অনন্য নিদর্শন। তাই মালয়েশিয়া ভ্রমণে গেলে পুত্রজায়ার এই মসজিদটি ভ্রমণতালিকায় রাখা পর্যটকদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা হতে পারে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গাজা সিটি থেকে ফিলিস্তিনিদের সরানো অনিরাপদ ও অসম্ভব: রেড ক্রস

গাজা সিটি থেকে ফিলিস্তিনিদের সরানো অনিরাপদ ও অসম্ভব: রেড ক্রস